হুগলীর হিন্দমোটর দাড়িক জঙ্গল রোডের বিনা ব্যানার্জি পরিবার নিয়ে গত ৩দিন আগে দিঘা ঘুরতে গিয়েছিলেন।এরপর ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।বিনা ব্যানার্জির অভিযোগ “আমার তিন টে আলমারি ভেঙ্গে ৩০হাজার টাকা ক্যাশ ও ১০ থেকে ১৪ভরি সোনা খোয়া গেছে,তিনি আরও জানান ঘুরতে যাবার দুদিন আগে তার বাড়িতে কলের কাজ হয়েছিল ” এই চুরির ঘটনার সাথে ওই কলের মিস্ত্রীদের কোনো যোগাযোগ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।
যদিও এর আগে উত্তরপাড়ায় একাধিক চুরির ঘটনা ঘটলেও এখনো সেই সব চুরির কোনো কিনারা হয় নি।তাই শহরতলীতে চুরির ঘটনা বারবার ঘটতে থাকায় আতঙ্কিত এলাকাবাসীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা জানান “আগে রাতের বেলা আর্জি পার্টি থাকতো যার ফলে লোকালয়ে মানুষ অনেকটা নিরাপদ বোধ করতো ইদানিং সেই সমস্ত আর্জি পার্টিবা নৈশ প্রতিরোধ বাহিনী বন্ধ হয়ে যাওয়াতে অপরাধমূলক ঘটনা এলাকায় বাড়ছে।
Comment here