জেলাদেশরাজ্য

হাতি মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য…

শনিবার সকালে শিলিগুড়ি সংলগ্ন গজলডোবার মিলনপল্লী এলাকায় স্থানীয় লোকজন একটি হাতির মৃতদেহ পরে থাকতে দেখে । ঐ এলাকায় রাস্তার পাশের একটি খেতের মধ্যে জলে হাতির মৃতদেহটি পরে থাকতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বনদফতরের দায়িত্বপ্রাপ্ত স্থানীয় রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত সহ অন্যান্য কর্মীরা এবং বিদ্যুত বিভাগের কর্তব্যরত কর্মীরা । পরে ক্রেন দিয়ে হাতির মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় বনদফতরের কর্তব্যরত কর্মীরা । স্থানীয় মানুষ সূত্রে জানা যায়, কদিন ধরেই গজলডোবা মিলনপল্লী সংলগ্ন এলাকায় ঐ হাতিটিকে ঘুরতে দেখা গিয়েছিল এলাকায় । বিদ্যুত্বাহী তারে লেগেই হয়তো মৃত্যু হয়েছে পূর্ণবয়স্ক ঐ হাতিটির ।
যদিও বনদফতর সূত্রে জানা যায়, ঘটনাস্থলে কাঁটাতারের ঘেড়া দেখতে পাওয়া গেলেও কোনোও বিদ্যুতের বা বিদ্যুত্বাহী তার ছিল না এবং দেখতে পাওয়া যায় নি। সঠিক কি কারণে হাতিটির মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পরে জানা যাবে । এ ঘটনায় শনিবার সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায় । বনদফতরের পক্ষ থেকে এইঘটনার তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানা যায় ।

Comment here