শহরের আরও দুই গুরুত্বপূর্ণ উড়ালপুলের হাল বেশ খারাপ। এই সেতু দুটি হল চিংড়িঘাটা উড়ালপুল এবং কালীঘাট ব্রিজ। কেএমডিএ-র সেতুর স্বাস্থ্য পরীক্ষায় এই দুই সেতুতে মিলেছে একাধিক ত্রুটি৷ চলছে পরীক্ষানিরীক্ষা৷ ভারি যানচলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ মোট ১৭টি ব্রিজের স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে৷
চিংড়িঘাটা উড়ালপুলের পিলারে কিছু ত্রুটি ধরা পড়ে৷ সেই ত্রুটি মেরামতের চিন্তাভাবনা করা হচ্ছে৷ তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কলকাতা পুলিশ৷ কীভাবে যানচলাচল নিয়ন্ত্রণ করা হবে, সেবিষয়ে বিস্তারিত জানানো না হলেও ভারি গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা আনা হবে বলে খবর৷
কেএমডিএ জানাচ্ছে কালীঘাটের ব্রিজের নীচ দিয়ে আদি গঙ্গা গিয়েছে৷ তার জল অত্যন্ত দূষিত৷ সেই দূষণের ফলেই ক্ষতি হচ্ছে কালীঘাট ব্রিজের পিলারগুলির৷ কীভাবে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়, তা খতিয়ে দেখা হচ্ছে৷
Comment here