ক্রিসমাসের আগে হঠাৎই হাসপাতালে সান্তার আবির্ভাব। তবে ইনি যে সে নন। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওয়াশিংটনে হাসপাতালে ভর্তি অসুস্থ শিশুদের দেখতে তিনি সান্তা সেজে গিয়ে উপস্থিত হন হাসপাতালে। মাথায় ছিল সান্তা টুপি, আর কাঁধে ব্যাগ বোঝাই উপহার। চিলড্রেন্স ন্যাশনাল হাসপাতালে ভর্তি শিশুদের তিনি উপহারের সঙ্গে ক্ষানিকটা আনন্দও উপহার দেন।
Comment here