রবিবার 8/12/19 সন্ধ্যায় মাননীয় মহানাগরিক কলকাতার এবং পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী পঃ বঙ্গ,জনাব ফিরদাহ হাকিম প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে শুরু করলেন ১৯ তম বর্ষের উত্তরপাড়া বইমেলা মনমোহন উদ্যানে। আজ সকালে বসে আঁকা প্রতিযোগিতা দিয়ে মেলার উৎসব শুরু হয়। আজকের উদ্ভোধনের মঞ্চে সম্মানীয় অতিথিরা ছিলেন সাহিত্যিক আবুল বাশার, স্থানীয় বিধায়ক প্রবীর ঘোষাল, হুমায়ুন কবীর আই.পি.এস কমিশনার অফ পুলিশ , চন্দননগর, বিধায়ক স্নেহাশীষ চক্রবর্তী, বিদ্যুৎ মন্ত্রী পঃ বঙ্গ শোভনদেব চট্টোপাধ্যায়,এছাড়া আরো বিশিষ্ট ব্যাক্তিবর্গ। এই বই মেলার সমন্বয় কমিটির সম্পাদক উত্তরপাড়া পৌরসভার পুরপ্রধান দিলীপ যাদব।
শুরু হলো ১৯তম বর্ষের উত্তরপাড়া বই মেলা……

Comment here