জেলাদেশরাজ্য

শিলিগুড়িতে বিজেপি নেতার বহরমপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু , খুনের অভিযোগ মৃতের পরিবারের, সিবিআই তদন্তের দাবি বিজেপির

শিলিগুড়িতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শিলিগুড়ির সাংগঠনিক জেলা কমিটির সভাপতির আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে শিলিগুড়ির রাজনৈতিক মহলে । শুক্রবার রাতে কলকাতা থেকে ফেরার পথে মুর্শিদাবাদের বহরমপুরের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বিজেপি) শিলিগুড়ির সাংগঠনিক জেলা কমিটির সভাপতি অভিজিৎ রায় চৌধুরীর । এই খবর ছড়িয়ে পরতেই শিলিগুড়িতে দলমত নির্বিশেষে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে । এই পথ দুর্ঘটনায় মৃত্যু অভিজিৎ রায় চৌধুরীর মৃত্যুতে অডিজিৎ বাবুর পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ বলা হয়েছে । অপরদিকে বিজেপির পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবি করা হচ্ছে ।
শুক্রবারই কলকাতায় দ্বিতীয় বারের জন্য শিলিগুড়ির সাংগঠনিক জেলা কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন অভিজিৎ রায় চৌধুরীর । শুক্রবার রাতেই অভিজিৎ বাবু নিজের গাড়ি করে নিজের গাড়ির চালক এবং অন্য তিনজন সহ কলকাতা থেকে শিলিগুড়িতে ফিরছিলেন । গভীর রাতে বহরমপুরে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন অভিজিৎ বাবু । স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে শনিবার ভোরের দিকে মৃত বলে ঘোষণা করেন । এই ঘটনার খবর পেয়েই
বিজেপির স্থানীয় নেতা-কর্মীরা জরো হন অভিজিৎ রায় চৌধুরীর শিলিগুড়ির আশ্রমপাড়ার বাড়ির সামনে । অনেক রওনা দেন বহরমপুরের উদ্দেশ্যে । শনিবার খবর শিলিগুড়িতে এসে মৃতের শোকাহত পরিবারের লোকজনের সাথে দেখা করলেন মুকুল রায়, রাজু ব্যানার্জি, রাজু বিস্ট সহ স্থানীয় নেতা- কর্মীরা । এছাড়াও খবর পেয়েই মৃতের পরিবারের সাথে একে একে দেখা করতে যান রাজ্যের পর্যটনমন্ত্রী তথা স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা গৌতম দেব, শিলিগুড়ি পুর নিগমের মেয়র অশোক ভট্টাচার্য, বামফ্রন্ট নেতা জিবেশ সরকার, কংগ্রেস নেতা তথা মাটিগাড়া নক্সালবাড়ির বিধায়ক শঙ্কর মালাকার সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের বহু নেতা- কর্মীরা এবং সাধারণ মানুষ । শনিবার রত সারে দশটা নাগাদ মৃতদেহ শিলিগুড়িতে এসে পৌছলে বহু শোকাহত নেতা- কর্মী এবং মৃতের পরিচিতরা চোখের জলে শেষ শ্রদ্ধা জানান অভিজৎ রায় চৌধুরীকে । শনিবার গভীর রাতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় শিলিগুড়ির কিরনচন্দ্র শশ্মান ঘাটে ।

Comment here