শিলিগুড়িতে জনবহুল এলাকায় ডাকাতি ঘটনায় শনিবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শিলিগুড়িতে। সশস্ত্র ডাকাতদল আগ্নেয়াস্ত্র দেখিয়ে কয়েক কিলোগ্রাম সোনা এবং প্রায় দের লক্ষ নগদ টাকা নিয়ে পালালো । এই ঘটনায় দুইজন জন আহত। শনিবার এ ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির বর্ধমান রোভের ঝংকার মোড় সংলগ্ন একটি নামী গোল্ড লোন ফাইনান্স কোম্পানির অফিসে ।
এবিষয়ে স্থানীয় মানুষ, ঐ কোম্পানির কর্মী এবং পুলিশ সূত্রে জানা যায়, এদিন বিকেল ৪ টে নাগাদ শিলিগুড়ির বর্ধমান রোভের ঝংকার মোড় সংলগ্ন একটি নামী গোল্ড লোন ফাইনান্স কোম্পানির অফিসে ডাকাতির ঘটনা ঘটেছে । ঐ অফিসে এই দিন তিন থেকে চার জন সশস্ত্র ডাকাতদল আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতি করে । সে সময় ঐ অফিসের সুরক্ষা কর্মী (গার্ড) বাধা দিতে গেলে ডাকাতদলের ধারালো অস্ত্রে দুইজন আহত হয় । ঐ অফিসের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, এদিনের এই সশস্ত্র ডাকাতদল গ্রাহক সেজে অফিসে ঢুকে হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই অফিসের লোকজনকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতি করে । সশস্ত্র ডাকাতদল প্রায় ৪৫ কিলোগ্রাম সোনা, যার আনুমানিক বাজার মূল্য প্রায় সারে নয় কোটি টাকা এবং নগদ লক্ষাধিক টাকার উপরে নিয়ে গেছে । এই ঘটনায় দুইজন আহত হয়েছে , আহতদের কাছেই স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সা চলছে ।
এদিন ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট- এর কর্তব্যরত পুলিশ আধিকারিকেরা সহ গোয়েন্দা বিভাগের পুলিশ আধিকারিকেরা এবং শিলিগুড়ি থানার অন্যান্য দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীরা । এদিনের এই ঘটনার বিষয়ে সাংবাদিকদেরা জানতে চাইলে এদিনের এই ঘটনার বিষয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট- এর ডি সি পি ইন্দিরা মুখার্জি সাংবাদিকদের বলেন , আমরা এদিন বিকেল ৪টে নাগাদ খবর পাই । এখনো পর্যন্ত জানা গেছে, জানা গেছে তিন থেকে চার জন সশস্ত্র ডাকাতদল এসেছিল । আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রায় দের লক্ষ নগদ টাকা নিয়ে পালিয়েছে । কতটা সোনা নিয়ে গেছে তা জানার চেষ্টা করা হচ্ছে । অফিসের পাশের ব্যাঙ্ক এবং এই অফিস সংলগ্ন অন্যান্য সি সি টি ভি -এর ফুটেজ তদন্ত করে দেখা হচ্ছে । আশা করা হচ্ছে খুব শীঘ্রই এই ঘটনায় জড়িত দুষ্কৃতীরা খুব শীঘ্রই ধরা পরবে ।
এদিনের এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে
Comment here