জেলাদেশরাজ্য

শিলিগুড়িতে দিনদুপুরে জনবহুল এলাকায় ডাকাতি , কয়েক কিলোগ্রাম সোনা এবং নগদ লক্ষাধিক টাকা নিয়ে পালালো সশস্ত্র ডাকাতদল…

শিলিগুড়িতে জনবহুল এলাকায় ডাকাতি ঘটনায় শনিবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শিলিগুড়িতে। সশস্ত্র ডাকাতদল আগ্নেয়াস্ত্র দেখিয়ে কয়েক কিলোগ্রাম সোনা এবং প্রায় দের লক্ষ নগদ টাকা নিয়ে পালালো । এই ঘটনায় দুইজন জন আহত। শনিবার এ ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির বর্ধমান রোভের ঝংকার মোড় সংলগ্ন একটি নামী গোল্ড লোন ফাইনান্স কোম্পানির অফিসে ।
এবিষয়ে স্থানীয় মানুষ, ঐ কোম্পানির কর্মী এবং পুলিশ সূত্রে জানা যায়, এদিন বিকেল ৪ টে নাগাদ শিলিগুড়ির বর্ধমান রোভের ঝংকার মোড় সংলগ্ন একটি নামী গোল্ড লোন ফাইনান্স কোম্পানির অফিসে ডাকাতির ঘটনা ঘটেছে । ঐ অফিসে এই দিন তিন থেকে চার জন সশস্ত্র ডাকাতদল আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতি করে । সে সময় ঐ অফিসের সুরক্ষা কর্মী (গার্ড) বাধা দিতে গেলে ডাকাতদলের ধারালো অস্ত্রে দুইজন আহত হয় । ঐ অফিসের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, এদিনের এই সশস্ত্র ডাকাতদল গ্রাহক সেজে অফিসে ঢুকে হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই অফিসের লোকজনকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতি করে । সশস্ত্র ডাকাতদল প্রায় ৪৫ কিলোগ্রাম সোনা, যার আনুমানিক বাজার মূল্য প্রায় সারে নয় কোটি টাকা এবং নগদ লক্ষাধিক টাকার উপরে নিয়ে গেছে । এই ঘটনায় দুইজন আহত হয়েছে , আহতদের কাছেই স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সা চলছে ।
এদিন ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট- এর কর্তব্যরত পুলিশ আধিকারিকেরা সহ গোয়েন্দা বিভাগের পুলিশ আধিকারিকেরা এবং শিলিগুড়ি থানার অন্যান্য দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীরা । এদিনের এই ঘটনার বিষয়ে সাংবাদিকদেরা জানতে চাইলে এদিনের এই ঘটনার বিষয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট- এর ডি সি পি ইন্দিরা মুখার্জি সাংবাদিকদের বলেন , আমরা এদিন বিকেল ৪টে নাগাদ খবর পাই । এখনো পর্যন্ত জানা গেছে, জানা গেছে তিন থেকে চার জন সশস্ত্র ডাকাতদল এসেছিল । আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রায় দের লক্ষ নগদ টাকা নিয়ে পালিয়েছে । কতটা সোনা নিয়ে গেছে তা জানার চেষ্টা করা হচ্ছে । অফিসের পাশের ব্যাঙ্ক এবং এই অফিস সংলগ্ন অন্যান্য সি সি টি ভি -এর ফুটেজ তদন্ত করে দেখা হচ্ছে । আশা করা হচ্ছে খুব শীঘ্রই এই ঘটনায় জড়িত দুষ্কৃতীরা খুব শীঘ্রই ধরা পরবে ।
এদিনের এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে

Comment here