জেলাদেশরাজ্য

যশোডাঙ্গায় এয়ারটেল পেমেন্ট ব্যাংকের উদ্বোধন……..

বর্তমানে বাজারে বিভিন্ন কোম্পানির সিমকার্ড রয়েছে এবং ভালো পরিষেবার ক্ষেত্রে বেশিরভাগ গ্রাহক এয়ারটেল পরিষেবাকেই বেছে নিয়েছে। আজ এয়ারটেল কর্তৃপক্ষ আলিপুরদুয়ার জেলার যশোডাঙ্গা বাজারে উদ্বোধন করলো এয়ারটেল পেমেন্ট ব্যাংকের এবং ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান দ্যুৎকুমার রায় সহ এলাকার বিশিষ্টজনেরা।

এয়ারটেল কর্তৃপক্ষ জানায়, এয়ারটেল পেমেন্ট ব্যাংকের মাধ্যমে এলাকার মানুষজন যেকোনো ব্যাংকের লেন-দেন, একশো দিনের কাজের বিল, এল.আই.সি প্রিমিয়াম,ইলেকট্রিক বিল,রিচার্জ সহ যাবতীয় সুবিধা গুলির পাবেনন গ্রাহকরা।
আজ শনিবার 30/12/19 উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি এয়ারটেল পেমেন্ট ব্যাংকে একাউন্ট খুলতে বেশ আগ্রহী ছিল এলাকার জনসাধারণ, সংস্থার তরফে জানা যায় যে, যিনি একাউন্ট খুলবেন উনার মোবাইল নাম্বারটাই উনার একাউন্ট হবে।

উনি এক লক্ষ টাকার জীবনবীমা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে এবং আজ সংস্থার পক্ষ থেকে সারাদিনব্যাপি এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্থানীয় ব্যবসায়ী দীপক কর বলেন, এতদিন আমাকে আমার দোকানের ইলেকট্রিক বিল দিতে ৭ কিলোমিটার দূরে শামুকতলা ইলেক্ট্রিসিটি অফিসে যেতে হতো কিন্তু আজ এয়ারটেল পেমেন্ট ব্যাংকে একাউন্ট খুলে ইহার মাধ্যমে আমি আমার বিল নিজে দিই।

Comment here