জেলাদেশরাজ্য

নৈহাটি বিস্ফোরণ কান্ডে রাজ্য প্রশাসনের সমালোচনা করলেন রাজ্যপাল…..

নৈহাটি বিস্ফোরণ কান্ড নিয়ে এবার রাজ্যের প্রশাসনের সমালোচনায় রাজ্যপাল। শুক্রবার কলকাতায় জগদীপ ধনকর বলেন প্রাশাসনের অনুমতি ছাড়া কিভাবে কারখানাগুলি এতদিন চলছিল। বিনা লাইসেন্সে যে কারখানা চলছিল তার মালিকের বিরুদ্ধে প্রশাসন কি কোন ব্যাবস্থা নিয়েছে। আর যদিই বা এতদিন চলছিল, তাহলে তার দায় কার। তারপরেই রাজ্যের প্রশাসনের কর্তাদের কাছে জগদীপ ধনকরের আর্জি সঠিক ব্যাবস্থা নিন।

আর নাহলে এমন ঘটনা আরও ঘটতে পারে বলে রাজ্য প্রশাসনের উদ্দেশ্যে জানান রাজ্যপাল। প্রসঙ্গত, নৈহাটি বিস্ফোরণ কান্ডের পর রাজ্যের সমালোচনায় সরব হয়েছেন রাজ্য বিজেপির রাজ্য নেতৃত্ব। দলের রাজ্য সভাপতি এই ঘটনায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন। তবে শুক্রবার রাজ্যপাল অবশ্য নৈহাটি বিস্ফোরণ কান্ডে রাজ্য প্রশাসনের সমালোচনা করেছেন।

তবে রাজ্যপাল এদিন সকাল পর্যন্ত নৈহাটি বিস্ফোরণ কান্ডে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তের দাবিতে সরব হননি। তবে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সুকৌশলে রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন জগদীপ ধনকর। তিনি বলেন এই রাজ্যের শিক্ষা, সংস্কৃৃতিতে একটা ঐতিহ্য রয়েছে। আমি আশা করবো তা আমরা সবাই মিলে বজায় রাখবো। পাশাপাশি রাজ্যের শান্তি বজায় রাখতে সবাই মিলে চেষ্টা করা হবে বলে জানান জগদীপ ধনকর।

Comment here