জেলাদেশরাজ্য

“দিদিকে বলো” কে টেক্কা দিতে রাজ্য বিজেপির নতুন দাওয়াই……

দিদিকে বলো কর্মসূচি ঘোষণা করে বাংলার রাজনীতিতে নয়া চাল দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷থেমে নেয় রাজ্য বিজেপিও। ৯বাংলার জনগণের মতামত তিনি শুনতে তাঁদের অভাব-অভিযোগ মেটানোর আশ্বাসও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ জনতার সমস্যা সমাধানে ইতিমধ্যেই খোলা হয়েছে দিদিকে বলো’র টেলিফোন, ওয়েবসাইট৷ এবার তৃণমূল নেত্রীর দিদিকে বলো পাল্টা কর্মসূচি ঘোষণা রাজ্য বিজেপির৷ দিদিকে বলার পরিবর্তে এবার শুরু দাদাকে বলো কর্মসূচি ঘোষণা গেরুয়া শিবিরের৷তৃণমূলের অপশাসনের জবাব ও জনতার সমস্যার কথা শুনতে এবার দাদাকে বলো কর্মসূচি পালন করতে চলেছে বিজেপি৷ রাজ্য বিজেপি দিলীপ ঘোষকে মুখ করে এই কর্মসূচির ঘোষণা বঙ্গ বিজেপি নেতৃত্বের৷ রাজনিতীর পারদ চড়াতে , দাদাকে বলো কর্মসূচিতেই থামেনি গেরুয়া শিবির৷ এক মাসজুড়ে ‘চায়েপে চর্চা’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে৷ আগামী সেপ্টেম্বর মাসজুড়ে বাংলার জনতাকে চায়েপে চর্চায় অংশ নিতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ আহ্বান জানিয়েছেন । ইতিমধ্যেই দিদিকে বলো কর্মসূচি ঘিরে জনসংযোগে বাজিমাত করেছেন দলনেত্রী৷ তবে তৃণমূল নেত্রীকে ফাঁকা মাঠে ‘গোল’ দিতে নারাজ বিজেপি নেতৃত্ব৷ এবার তৃণমূলের পাল্টা কর্মসূচি নিয়ে মানুষের মধ্যে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়িয়ে তুলতে দিদিকে বলোর পাল্টা কর্মসূচি বিজেপির৷

২০২১ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে দাদাকে বলো কর্মসূচি ও দিলীপ ঘোষের এক মাসব্যাপী চায়েপে চর্চা কর্মসূচি ঘিরে ফের তপ্ত হতে শুরু করেছে বঙ্গ রাজনীতির আঙিনা৷ জানা গিয়েছে, জনসংযোগ কর্মসূচি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে ইতিমধ্যেই একটি ভিডিও বার্তা জারি করেছে বিজেপি৷ ভিডিও বার্তায় দিলীপ ঘোষ বাংলার জনতাকে তাঁর সঙ্গে চায়েরে চর্চায় অংশ নিতে আহ্বান জানিয়েছেন৷ তবে তৃণমূলের দিদিকে বলো ও বিজেপির দাদাকে বলো কর্মসূচি আদেও বাংলার মানুষের কতটা কাজে লাগবে সেটা সময় ই বলবে।

Comment here