জেলাদেশরাজ্য

দলের সভাতেই দলীয় কার্যকলাপের বিরুদ্ধে ক্ষোভ দেখালেন বিধায়ক প্রবীর ঘোষালl…….

দলের সভাতেই দলীয় কার্যকলাপের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন উত্তরপাড়ার বিধায়ক তথা দলের কার্যকরী সভাপতি প্রবীর ঘোষালl হুগলীর বৈদ্যবাটীর সত্যজিৎ রায় ভবনে আয়োজিত জেলা তৃনমূল কংগ্রেসের উদ্যোগে এক সভায়l তিনি বলেন তার এলাকায় শাখা সংগঠনগুলিতে প্রতিনিধি ঠিক করা হচ্ছে তাঁকে অন্ধকারে রেখে। এটা অবিলম্বে বন্ধ করা দরকারlসেখানেই কর্মীদের উদ্দেশ্যে বলতে গিয়ে শুরু হয় তর্কাতর্কিlযে সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন বিধায়ক সহ জেলা কমিটির সদস্য ও ব্লক সভাপতিরা।পরে দলীয় সভাপতি দিলীপ যাদব বলেন দলের কোন আভ্যন্তরীণ বিষয় থাকলে উচিত ছিল দলের মধ্যে আলোচনা করা,সংবাদমাধ্যমের কাছে নয়l

Comment here