জেলাদেশরাজ্য

চলন্ত টয় ট্রেনে সেলফি তুলতে গিয়ে মৃত্যু হল এক পর্যটকের , মৃতের বাড়ি হুগলির রিষড়া- এলাকায়…

টয় ট্রেন – এর থেকে মোবাইল ফোনে সেলফি তুলতে গিয়ে মৃত্যু হল এক পর্যটকের । বুধবার এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে দার্জিলিং থেকে শিলিগুড়িতে ফেরার পথে দার্জিলিং এর কাছে ঘুম স্টেশনের কাছে । নিজের পরিবার পরিজনদের সাথে হুগলির রিষড়া থেকে শিলিগুড়ি হয়ে দার্জিলিং ঘুরতে গিয়ে টয় ট্রেনের দরজা খুলে সেলফি তুলতে গিয়ে আচমকাই চলন্ত ট্রেন থেকে পরে যান রিষড়ার ঐ পর্যটকের । ঘটনাস্থলেই মাথায় গুরুতর চোট পেয়ে জ্ঞান হারান তিনি, হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন । বুধবার বিকেলে এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শিলিগুড়ি গামী ঐ টয় ট্রেনে । রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব -এর হস্তক্ষেপে ঐ পর্যটকের মৃতদেহ পাঠানোর ব্যবস্থা করা হয় হুগলির রিষড়ায় ।
স্থানীয় মানুষ, মৃতের পরিবারের লোকজন এবং পুলিশ সূত্রে জানা যায়, মৃত পর্যটকের নাম প্রদীপ সাক্সেনা, বয়স প্রায় ৫৫ বছর, বাড়ি হুগলির রিষড়ায় । গত ৫ ই অক্টোবর তিনি তার স্ত্রী ও এক মেয়েকে নিয়ে দার্জিলিং এ ঘুরতে যান । বুধবার সকালে তিনি তার পরিবারের লোকজনের সাথে দার্জিলিং থেকে শিলিগুড়ি হয়ে বাড়িতে ফেরার জন্য টয় ট্রেনে ওঠেন । প্রদীপ বাবু ট্রেনের দরজা খুলে সেলফি তুলতে গিয়ে ঘুম স্টেশনের কাছে একটি মোড়ে চলন্ত ট্রেন থেকে পরে মাথায় গুরুতর আঘাত পান । অজ্ঞান অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা প্রদীপ সাক্সেনা- কে মৃত বলে ঘোষনা করে। এই দুর্ঘটনার খবর পেয়ে পৌছে যায় রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব- এর কাছে । খবর ঘটনাস্থলে ছুটে আসেন মৃতের দাদা সহ অন্যান্যরা এবং স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তারা । মৃতদেহ ময়নাতদন্তের পরেই বৃহস্পতিবার রাতে শিলিগুড়িতে নিয়ে আসা হয় । মৃতের শোকাহত পরিবারের লোকজনের সাথে কথা বলে সমবেদনা জানান এবং মৃতব্যক্তিকে শেষ শ্রদ্ধা জানান রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব । স্থানীয় পর্যটন বিভাগ এবং পুলিশ প্রশাসনের ভূমিকা ও সহযোগিতায় মৃতের পরিবার পরিজনের লোকজনেরা খুশি বলেও জানা গেছে । বৃহস্পতিবার রাতেই শিলিগুড়ি থেকে মৃতদেহ নিয়ে রওনা দেন মৃতের পরিবারের লোকেরা । অপরদিকে এই দুদুর্ঘটনার খবরে হুগলির রিষড়ার বাঙ্গুর পার্ক এলাকায় শোকের ছায়া নেমে আসে বলে জানা যায় ।

Comment here