জেলাদেশরাজ্য

চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ চন্দননগরের ডাকাতির ঘটনায় আসাম থেকে আগ্নেয়অস্ত্র সহ ৪ দুষ্কৃতীকে গ্রেপ্তার …..

চন্দননগর পুলিশ কমিশনার হুমায়ূন কবির সাংবাদিক সম্মেলন করে জানান, ১৬ জুলাই চুঁচুড়া পিপুলপাতিতে একটি ডাকাতি ঘটনা ঘটে,চন্দননগর উর্দিবাজারে একজনকে খুন করবে বলেও প্লান করে এই দুষ্কৃতীরা, গত ২৭ জুলাই চারজনকে গ্রেফতার করা হয় আসামে,ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয় চুঁচুড়া। আজ ধৃত চার জনকেই চুঁচুড়া আদালতে তোলা হবে।

পুলিশ সূত্রের খবর চন্দননগরের কুখ্যাত দুষ্কৃতী কাশির সঙ্গি সুমন পাল,সমীর সাধুখা,মহঃ সাইদ,মহঃ নৌসাদকে আসামের কামরুপ উলুবাড়ি এলাকা থেকে গ্রেফতার করে চন্দননগর কমিশনারেটের গোয়েন্দারা।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র,দশ রাউন্ড কার্তুজ।

এখন দেখার আগামীদিনে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কত দ্রুত এলাকায় অপরাধ মূলক কার্যকলাপ কমাতে পারে ও দুষ্কৃতী রা ধরা পড়ে।

Comment here