গৌতম ঘোষ :- আইকোর নামে একটি চিট ফান্ড কোম্পানির সাথে প্রতারণা করার অভিযোগে গ্রেফতার করলেন সিবিআই। সুমনবাবু তার দিশা প্রোডাকশন এন্ড মিডিয়া লিমিটেড সংস্থার সাথে আইকোররের মধ্যে ৪০ কোটি টাকার চুক্তি করেছিলেন সম্পাদিত সংবাদপত্র প্রকাশ নিয়ে। সেই মতন ১২ কোটি টাকা দিয়ে দিয়েছিলেন সুমনকে, কিন্তু চুক্তি অনুযায়ী টাকা পাবার পরও সুমন তাহার সংবাদপএ চালিয়েও তাহার ভাগ বা শেয়ার আয়কর কোম্পানিকে দিতে অস্বীকার করেন। তখন পার্কস্ট্রিট থানায় অভিযোগ করেন আইকোর। সেই সুবাদে এদিন সিবিআই সুমনকে তাদের কলকাতার কার্যালয়ে ডাকে এবং দীর্ঘক্ষণ জেরার পরে তাকে গ্রেফতার করেন। কারণ জেরার সময় সুমনের কথায় অসহযোগিতা ও তথ্য গোপন করার অভিযোগে।।
কুনাল ঘোষের পর এবার সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় গ্রেফতার চিটফান্ড কান্ডে।

Comment here