প্রতিনিধি, মুক্তিযোদ্ধাঃ কামারহাটির বিধায়ক মদন মিত্রর ৬৭ তম জন্মদিন পালন করলেন কামারহাটি পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের উন্নয়ন ক্লাবের সম্পাদক ও বাসিন্দা সন্দীপ দাস।
এলাকাবাসী অবাক হয়ে যায়! হঠাৎই বিধায়ক মদন মিত্রর একটি ফ্লেক্স ঝুলিয়ে মইয়ের উপর উঠে দুধ ঢালছেন সন্দীপ দাস এইরকম দেখে সাধারণ মানুষের বোধগম্য হতে সময় লাগলো এবং পরে জানতে পারে মদন মিত্রর জন্মদিনে ১০০ লিটার দুধ নিয়ে এসে ওই ফ্লেক্সের ছবিতে ঢালছেন।বিধায়কের জন্মদিন ভালো কথা কিন্তু সেটি পালন করছেন এমন ভাবে যেখানে মানুষের কৌতলটা একটু বেশিই ছিল। বিধায়ক মদন মিত্রের সেখানে সেদিন উপস্থিত থাকার কথা নয় তবুও হঠাৎ করে তার একটি ফ্লেক ঝুলিয়ে ওই রকম ভাবে ১০০ লিটার দুধ ঢালাকে এলাকার অধিবাসীবৃন্দরা ভালো চোখে দেখেন নি। যেখানে শিশুদের এক ফোটা দুধের জন্য হাহাকার করতে হয় সেখানে ১০০ লিটার দুধ রাস্তার নর্দমার পাশ দিয়ে ভেসে যাওয়াটা সমাজের মানুষের কাছে কি বার্তা পৌঁছালো। মদন মিত্রকে খুশি করবার জন্য ওই সন্দীপ দাসের এই প্রচেষ্টা কোন বড় রকমের অভিসন্ধি আছে বলে মনে করেন। ওই ১০০ লিটার দুধ যদি ওই এলাকায় দুস্ত ছোট ছোট শিশুদের হাতে তুলে দিতেন তাতে বিধায়ক বেশি খুশি হতেন কারণ উনি জনগণের প্রতিনিধি। কিন্তু ওই সন্দীপ দাস আজ বিধায়ক মদন মিত্রের ওই ফ্লেক্স এ দুধ ঢেলে শুধু সমাজের ক্ষতি করেননি বিধায়ক মদন মিত্রকেও অপমান করেছে বলে সাধারণ মানুষেরা মনে করেন কারণ যেখানে অসহায় মানুষদের পাশে বিধায়ক সব সময় থাকেন সেখানে তাহার একটি ফ্লেক্সে ওই ভাবে রাস্তার পাশে ঝুলিয়ে ১০০ লিটার দুধ অপচয় করাটা তিনি কিছুতেই মেনে নিতে পারবেন না এছাড়াও ওনার কোনরকম অনুমতি ছাড়াই ।সাধারণ মানুষেদের কাছে বিধায়ক মদন মিত্রকে এক প্রকার কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন চটি চাচার মতন চাটতে গিয়ে ও কোনো বড় উদ্দেশ্য সফল করবার লক্ষে ওই সন্দীপ দাস।।
কামারহাটি বিধায়কের জন্মদিন পালন….

Comment here