জেলাদেশরাজ্য

ওয়াকফ নিয়ে জেপিসির বৈঠকে চরম বিশৃঙ্খলা সাংসদ কল্যাণ ব্যানার্জি…

প্রতিনিধি, মুক্তিযোদ্ধাঃ ওয়াকফ বিল সংক্রান্ত সংসদীয় কমিটির আলোচনায় তুমুল বিশৃঙ্খলা। যৌথ সংসদীয় কমিটির বৈঠক থেকে বরখাস্ত করা হল তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ মোট ১০ বিরোধী সাংসদকে । জানা গিয়েছে, এদিন ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠকে জেপিসির বৈঠক ও জেপিসির কাজ প্রসঙ্গে আপত্তি তোলা হয়।
বিরোধিতা থেকে শুরু হয় বাদানুবাদ। এরপরই বৈঠকে গন্ডগোলের জেরে কল্যাণ সহ ১০ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়। এমনকি বৈঠকে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে মার্শাল পর্যন্ত ডাকতে হয়।
সারাদিনের মতোই জয়েন্ট পার্লামেন্টারি কমিটি অফ ওয়াকফ অ্যামেন্ডনমেন্ট বিল ২০২৪-এর বৈঠক থেকে সাসপেন্ড ১০ সাংসদ। সাসপেন্ডের তালিকায় থাকা অন্য সাংসদরা হলেন মহম্মদ জাওয়েইদ, আসাদউদ্দিন ওয়াইসি, নাসির হুসেইন, মোহিবুল্লাহ, এম আবদুল্লাহ, অরভিন্দ সাওয়ান্ত, নাদিমুল হক ও ইমরান মাসুদ। বিরোধী সাংসদদের অভিযোগ, সংসদীয় কমিটির বৈঠকে কোনও রীতি-নীতি মানা হচ্ছে না। সরকার আগে থেকেই নিজের অবস্থান ঠিক করে আসছে। আর সেই অনুযায়ী-ই সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বিরোধীদের কথা বলতে দেওয়া হচ্ছে না। এই বৈঠক লোক দেখানো। সরকার নিজেদের মতামতকেই চূড়ান্ত রিপোর্ট হিসেবে দেখাচ্ছে।
এই কমিটির চেয়ারম্যানের কোনও মেরুদন্ড নেই। জেপিসির নামে সবকিছু লোকদেখানো।

Comment here