জেলাদেশরাজ্য

উত্তরপাড়া স্টেশন সংলগ্ন জায়গা থেকে বেআইনী হকার উচ্ছেদ……..

গত 21/08/19 বুধবার সকালে উত্তরপাড়া স্টেশন সংলগ্ন জায়গা থেকে বেআইনী হকার উচ্ছেদ করা হয়। যা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়, যদিও পরিস্থিতি সামলাতে মোতায়েন করা হয়েছিল বিশাল আর পি এফ ও জি আর পি কর্মীদের।

জি আর পি সূত্রের খবর বেশ কয়েকবার নোটিস করা হয়েছিলো তাও শোনে নি বেআইনি হকার রা।উত্তরপাড়া স্টেশন জুড়ে হকার দের দাপাদাপি দীর্ঘদিন ধরে চলছে।বেলুড় জিআরপি ও হাওড়া হেড অফিসে বহুবার অভিযোগ করেছিল নিত্যযাত্রীদের পক্ষ থেকে।সেই অভিযোগের ভিত্তিতে আজ আর পি এফ ও জিআরপি যৌথভাবে হকার উচ্ছেদে নামে।উত্তরপাড়া স্টেশনের প্রায় ৪০ টি বেআইনি হকার উচ্ছেদ করা হলো।হকাররা প্রথমে বাধা দিলেও পরে বিরাট পুলিশ বাহিনী আসলে তারা পিছু হটে।

যদিও পুজোর আগে এই ভাবে হকার উচ্ছেদের ঘটনায় হকারদের পরিবারগুলির মাথায় চিন্তার ভাঁজ পড়েছে।এরপর কিভাবে তারা পেট চালাবেন তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন হকারদের পরিবারের পক্ষ থেকে।যদিও এখনো পর্যন্ত কোনো বিকল্প ব্যবস্থার কথা হকারদের জানানো হয়নি।

Comment here