আন্তর্জাতিকখেলা

উইম্বলডন মহিলা‌ বিভাগের ফাইনালে সেরেনা উইলিয়ামস

শুভব্রত মুখার্জিউইম্বলডনের মেয়েদের বিভাগে অষ্টম শিরোপা জয়ের লক্ষ্যে ফাইনালে জার্মানির অ্যাঞ্জেলিক কারবারের মুখোমুখি হবেন আমেরিকান তারকা সেরেনা উইলিয়ামস। দুজনই নিজেদের সেমিফাইনালে সরাসরি সেটে জিতেছেন।
প্রাক্তন ওয়ার্ল্ড নম্বর ওয়ান সেরেনা  সেমিফাইনালে জার্মানির জুলিয়া জর্জেসকে হারিয়েছেন ৬-২, ৬-৪ গেমে। কার্বার লাটভিয়ার ইয়েলেনা ওস্তাপেঙ্কোর বিপক্ষে জিতেছেন ৬-৩, ৬-৩ গেমে।
রোববার ফাইনালে মুখোমুখি হবেন‌ দুজন। প্রসঙ্গত উল্লেখ্য ২০১৬ সালের ফাইনালেও মুখোমুখি হয়েছিলেন সেরেনা ও কার্বার। গত সেপ্টেম্বরে প্রথম সন্তানের জন্ম মা হওয়া সেরেনার সামনে ক্যারিয়ারের ২৪তম গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের হাতছানি।

Comment here