জেলাদেশরাজ্য

আজ সকাল থেকে বন্ধ থাকছে উল্টোডাঙা উড়ালপুল…..

আজ 1st ডিসেম্বর রবিবার সকাল থেকে বন্ধ থাকছে উল্টোডাঙা উড়ালপুল। উড়ালপুরের বিবিডি টেস্টের জন্য সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত উড়ালপুলে বন্ধ রাখা হবে যান চলাচল।

উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার অঙ্গ হিসেবে বিবিডি (বেঙ্কেলম্যান বিম ডিফ্লেক্সন) টেস্ট হবে। এই পরীক্ষার মাধ্যমে ডেক স্ল্যাব এবং কংক্রিটের মধ্যে ভাইব্রেশন খতিয়ে দেখা হবে। দিল্লির আইটিএল কোটেক্স সমীক্ষক সংস্থা বিবিডি টেস্টটি করবে বলে কেএমডিএ’‌র পক্ষ থেকে জানানো হয়েছে।

উড়ালপুল বন্ধ থাকায় দমদম বা ইএম বাইপাস হয়ে যারা ভিআইপি যাবেন তাদের যেতে হবে সিআইটি রোড, হাডকো মোড় এবং দূর্গাপুর সেতু হয়ে। আর লেকটাউনের দিক থেকে যারা শহরে আসবেন তারা উল্টোডাঙা খালের ওপর দিয়ে দূর্গাপুর সেতু, হাডকো মোড় হয়ে সিআইটি রোডে পড়বেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৩ মার্চ গভীর রাতে এই উড়ালপুলের একটি স্ল্যাব ভেঙে পড়ে গিয়েছিল। তখনই বিশেষজ্ঞরা বলেছিলেন, উড়ালপুলটির টার্নিং পয়েন্টে ব্যালেন্সের সমস্যা আছে। এরপরই কেএমডিএ কর্তৃপক্ষ উড়ালপুলটির পুরো স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নেয়।

Comment here