২০২৫ সালের ২ যা নভেম্বর ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দীর্ঘ যন্ত্রনার অবসান ঘটিয়ে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে ওইদিন নাভি মুম্বাইয়ে ইতিহাস রচনা করেছেন হরমনপ্রীত কৌররা। ওই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যা বাঙালি কন্যা রিচা ঘোষ। শিলিগুড়ির ‘ পাওয়ার হিটার’ প্রায় প্রতি ম্যাচেই ব্যাট হাতে শেষ দিকে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। প্রথম বাঙালি ক্রিকেটার হিসাবে বিশ্বকাপ জিতে নজির গড়েছেন রিচা ঘোষ। শুক্রবার নিজের শহরে পা রেখেছিলেন রিচা ঘোষ, সেখানেই একাধিক সংবর্ধনা পেলেন ভারতীয় দলের কিপার ব্যাটার।এরপর ৮ই নভেম্বর শনিবার কলকাতা র ইডেন গার্ডেনে সিএবির উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সদ্য সমাপ্ত বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম অলরাউন্ডার রিচার ঘোষকে সংবর্ধনা দেওয়া হলো। সিএবির পক্ষ থেকে রিচার হাতে সোনার ব্যাট এবং বল সহ ফাইনালে ৩৪ রান করার সুবাদে ৩৪ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিচা ঘোষের হাতে রাজ্য সরকারের তরফ থেকে ডেপুটি কমিশনার অফ পুলিশ পদে এবং বঙ্গভূষণ সাম্মানে অসামান্য পারফরম্যান্সের জন্য সম্মানিত করেন। পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী রিচার গলায় একটি সোনার চেন পরিয়ে দেন। অপরদিকে সিএবি র তরফ থেকে মাননীয়া মুখ্যমন্ত্রীকে আসন্ন ভারত এবং দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজের রেপ্লিকার ট্রফি হিসেবে একটি ট্রফি প্রদান করেন সিএবির সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন সিএবি র পক্ষ থেকে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামীকেও সম্মান জ্ঞাপন করা হয়।
বিশ্বকাপজয়ী রিচা ঘোষকে রাজকীয় সম্বর্ধনার সিএবির, অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী


Comment here