২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসের এখন ও অনেক সময় বাকি কিন্তু আইওএর প্রস্তুতিতে কোন খামতি নেই।এই গেমস নিয়ে ভারতীয়দের মধ্যে আলাদা একটা উন্মাদনা রয়েছে কারণ এই গেমসের মধ্যে দিয়েই দীর্ঘদিন বাদে গেমসে ফিরছে ক্রিকেট। আসন্ন ২০২৮ সালের লস অ্যাঞ্জলস অলিম্পিক গেমসে কবে কবে হবে ক্রিকেট তা নিয়ে প্রশ্ন ছিল।এবার সেই নিয়ে জানিয়ে দিল আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা।১২৮ বছর পর আবার অলিম্পিকে ফিরছে ক্রিকেট।আগামী ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে ৫টি নতুন ইভেন্ট থাকছে। সেগুলির মধ্যে অন্যতম ইভেন্ট হল ক্রিকেট। এবার সেই ক্রিকেট ম্যাচগুলির সূচি ঘোষণা করল অলিম্পিক কমিটি। মোট ১৭ দিন ধরে অলিম্পিকে চলবে পুরুষ এবং মহিলা, উভয় দলের ক্রিকেট ম্যাচ,সব ম্যাচই টি-২০ ফরম্যাটে খেলা হবে।
অলিম্পিক কমিটির তরফ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে, লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট খেলা হবে মোট ৬টি দলের মধ্যে। মানে ৬টি পুরুষ দল এবং ৬টি মহিলা দল। প্রতিটি দলে থাকবে ১৫ জন করে ক্রিকেটার। অর্থাৎ, অলিম্পিকে মোট ৯০ জন পুরুষ এবং ৯০ জন মহিলা ক্রিকেটার অংশ নেবেন।
Comment here