Uncategorized

আমাকে চড় মারা উচিত ছিল শ্রেয়াসের : শশাঙ্ক

প্রতিনিধি, মুক্তিযোদ্ধাঃ- এবারের আইপিএল (IPL 2025) চলাকালীন শশাঙ্ক ও পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ারে সম্পর্ক নিয়ে অনেক জল্পনা হয়েছে। এবার নিজেই সেই জল্পনা থামিয়ে দিলেন শশাঙ্ক সিং। এই ব্যাটার বলেছেন, ‘আমার খারাপ ব্যবহারই প্রাপ্য ছিল।
আইয়ারের আমাকে চড় মারা উচিত ছিল। ফাইনাল পর্যন্ত আমার সঙ্গে কথা বলেনি আমার বাবা। আমি অত্যন্ত দায়সারা মনোভাব দেখাচ্ছিলাম। আমার সমুদ্র সৈকতে হাঁটার মতো মনোভাব , বাগানে হাঁটার মতো মনোভাবও দেখাচ্ছিলাম না। ম্যাচের পরিপ্রেক্ষিতে সেই সময় যা আমার গুরুত্বপূর্ণ ছিল। শ্রেয়াস আমাকে স্পষ্ট বলে, তোমার কাছ থেকে এরকম কিছু আশা করিনি। তবে পরে ও আমাকে নৈশভোজে নিয়ে যায়।’ শশাঙ্কের এই মন্তব্যে তাঁর সঙ্গে শ্রেয়াসের বিবাদ নিয়ে জল্পনা থেমে গিয়েছিল। শ্রেয়াসের সঙ্গে শশাঙ্কের বিবাদ- এবারের আইপিএল-এর কোয়ালিফাই ২য়ে পাঞ্জাব কিংস-মুম্বই ইন্ডিয়ানস ম্যাচের পর শশাঙ্কের প্রতি ক্ষোভে ফেটে পড়েন শ্রেয়াস। এই ম্যাচে ২০৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৯ ওভারেই জয় ছিনিয়ে নেয় পাঞ্জাব কিংস। অসামান্য ইনিংস খেলে দলকে জেতান শ্রেয়াস। ৪১ বলে ৮৭ রান করে অপরাজিত থাকেন পাঞ্জাব কিংসের অধিনায়ক,কিন্তু ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে রান আউট হয়ে যান শশাঙ্ক। তিনি মন্থর গতিতে ছোটার জন্যই রান আউট হয়ে যান। এর জন্য শশাঙ্ককে তিরস্কার করেন শ্রেয়াস। এই ঘটনা নিয়ে অনেক আলোচনা হয়েছে। এবার সেসব আলোচনা থামিয়ে দিলেন শশাঙ্ক।
আইপিএল ফাইনাল নিয়েও মুখ খুলেছেন শশাঙ্ক –
আইপিএল ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হার প্রসঙ্গে শশাঙ্ক বলেছেন, ‘আমি শেষ দুই ওভারের জন্য অঙ্ক কষেছিলাম। ভুবি ইয়র্কার করতে ভালোবাসে। এই কারণে আমি ওর ওভারে ১৬-১৭ রান করার পরিকল্পনা করেছিলাম। আমার অঙ্ক ছিল, শেষ ওভারে ৬ বলে ২৪ রান করতে হবে। কিন্তু ভুবির ওভারে আমি ১৩ রান করতে পারি। এই কারণে শেষ ওভারে ৩০ রান করতে হত।’

Comment here