প্রতিনিধি, মুক্তিযোদ্ধাঃ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক ঘিরে তৈরি হওয়া বিতর্ক থামছে না। মুখ্যমন্ত্রীর ‘অযোগ্যদের নথি খতিয়ে দেখার’ মন্তব্যের পর যোগ্য চাকরিপ্রার্থীদের একাংশ মনে করেছিলেন, মুখ্যমন্ত্রী অযোগ্যদেরও পাশে থাকার বার্তা দিয়েছেন।
এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন যোগ্যরা এবং সরব হন বিরোধীরাও। বৈঠকের আগেও যোগ্য ও অযোগ্যদের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে। যোগ্যদের কয়েকজন অভিযোগ করেন, বৈঠকের আগে তাঁরা বেশ কিছু ‘টেনটেড’ প্রার্থীকে সেখানে দেখতে পান।
এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে সরাসরি প্রশ্ন রাখা হয়েছিল, অযোগ্যদের পাশেও কি সরকার রয়েছে? সেই বার্তা কি পৌঁছচ্ছে? বাংলার একটি টিভি চ্যানেলে এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী এই প্রশ্নের স্পষ্ট উত্তর দিয়েছেন।
ব্রাত্য বসু জোরের সঙ্গে বলেন, “অযোগ্যদের পাশে একদমই নেই। আমার একদমই মনে হয় না মুখ্যমন্ত্রীর বক্তব্যে এমন কিছু বার্তা পৌঁছচ্ছে বলে। মুখ্যমন্ত্রী বলেছেন, তাঁদের ক্ষেত্রে রিভিউ পিটিশন পর্যন্ত ওয়েট করব। তাঁদের ক্ষেত্রে অন্য কোনও ব্যবস্থা নেওয়া যায় কিনা সেটা দেখব।”
উল্লেখ্য, নেতাজি ইন্ডোরের বৈঠকে মুখ্যমন্ত্রী ঠিক কী বলেছিলেন, যা নিয়ে এত বিতর্ক সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী সেদিন বলেছিলেন, “যোগ্যদের সমস্যা প্রথমে সমাধান করব। সুপ্রিম কোর্টের কাছে যোগ্য ও অযোগ্যদের তালিকা চাইব। সেই তালিকা অনুযায়ী আমি নিজে অযোগ্যদের যাবতীয় নথি খতিয়ে দেখব।”
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরই যোগ্য চাকরিপ্রার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। তাঁদের মনে হয়, মুখ্যমন্ত্রী অযোগ্যদেরও সুযোগ দেওয়ার কথা ভাবছেন। তবে শিক্ষামন্ত্রীর এই স্পষ্টীকরণ সেই ধোঁয়াশা কিছুটা হলেও দূর করবে বলে মনে করা হচ্ছে। ব্রাত্য বসু স্পষ্ট করে জানিয়েছেন যে সরকারের প্রধান লক্ষ্য যোগ্য প্রার্থীদের সমস্যার সমাধান করা এবং অযোগ্যদের পাশে থাকার কোনও বার্তা মুখ্যমন্ত্রী দেননি। বরং, আইনি পথে যা ব্যবস্থা নেওয়ার, সেটাই নেওয়া হবে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন।
শিক্ষামন্ত্রীর এই বক্তব্য যোগ্য চাকরিপ্রার্থীদের জন্য কিছুটা হলেও স্বস্তি এনে দিতে পারে। তবে, মুখ্যমন্ত্রী নিজে অযোগ্যদের নথি খতিয়ে দেখার কথা বলায় যে বিতর্ক সৃষ্টি হয়েছিল, তা পুরোপুরি প্রশমিত হয় কিনা, সেটাই এখন দেখার। যোগ্য প্রার্থীরা এখন সুপ্রিম কোর্টের তালিকার দিকে তাকিয়ে রয়েছেন এবং আশা করছেন, দ্রুত তাঁদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
অযোগ্যদের পাশেও কি সরকার রয়েছে-উত্তরটি স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু…

Comment here