প্রতিনিধি, মুক্তিযোদ্ধাঃ মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার বসার পর এই প্রথম তাঁর সাক্ষাৎ হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। দুই রাষ্ট্রনেতার গুরুত্বপূর্ণ বৈঠকও হল। একাধিক ইস্যুতে আলোচনা হয়েছে দুই শীর্ষ নেতার। সেই বৈঠকের পরেই যৌথ সাংবাদিক বৈঠক করেন ট্রাম্প-মোদী।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমেরিকার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতেই ট্রাম্প বলেন, “আমেরিকা বাংলাদেশের সঙ্গে কোনওভাবেই জড়িত নয়। বাংলাদেশের সমস্যা মেটানোর ভার আমি প্রধানমন্ত্রী মোদীর ওপর ছাড়লাম।”
এক মাধ্যমিক পরীক্ষার্থী নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে ভাঙড়ের বামনঘাটা এলাকায়। অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত বামনঘাটা এলাকায় হরিনাম সংকীর্তনের সময় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সংকীর্তন চলাকালীন মহিলারা দধি টানার খেলায় ব্যস্ত ছিলেন। সেই সময় পঞ্চায়েত সদস্য চিরঞ্জিত মণ্ডল, যিনি মত্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ, এক নাবালিকাকে টানাটানি করেন। তাঁর জামাকাপড় ছিঁড়ে যায় এবং আপত্তিকরভাবে ওই নাবালিকাকে তিনি স্পর্শ করেন বলেও অভিযোগ ওঠে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।
অন্যদিকে, সল্টলেক সেক্টর ফাইভ এবং সংলগ্ন এলাকায় নাইট শিফটে কর্মরত মহিলাদের সুরক্ষা নিয়ে স্বরাষ্ট্রসচিবকে বিশেষ দল তৈরি ও পর্যাপ্ত নির্দেশিকা তৈরির পাশাপাশি উপযুক্ত ব্যবস্থা নিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের। রাতে কর্মক্ষেত্রে মহিলাদের সুরক্ষার ব্যাপারে রাজ্যকেই পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে বলে জানিয়েছে উচ্চ আদালত। এক্ষেত্রে অফিসারদের নিয়ে একটি দল তৈরির নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
‘বাংলাদেশের সমস্যা মেটানোর ভার মোদীর উপরেই ছাড়লাম’- বললেন ট্রাম্প…

Comment here