জেলাদেশরাজ্য

দিল্লীতে নিজের ১৮৪ সাউথ অ্যাভিনিউয়ের বাসভবনে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী…

দিল্লীতে নিজের ১৮৪ সাউথ অ্যাভিনিউয়ের বাসভবনে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। বৈঠক সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। দ্বিতীয়বার উনি প্রধানমন্ত্রী হওয়ার পর দিল্লী আসা হয়নি। আসব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে কিছু অপ্রীতিকর ঘটনার কারণে তা হয়নি। কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া ১৩,৫০০ কোটি টাকা নিয়ে বলেছি। এছাড়াও রাজ্যের নাম বাংলা নিয়েও আলোচনা হয়েছে। ওদের কোনও প্রস্তাব থাকলে, তা নিয়ে আলোচনা করতে রাজি। পাশাপাশি দ্বিতীয় বৃহত্তম কোলব্লক বীরভূমের দেউচা পাচামি উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি।’ একইসঙ্গে মুখ্যমন্ত্রী আরও জানান, যখনই তিনি দিল্লী আসেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তাই ‘আগামীকাল যদি সময় পাই, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করব।

Comment here