জেলাদেশরাজ্যশ্রদ্ধাঞ্জলি

সুষমা স্বরাজের পর এবার প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি……

জাতীয় রাজনীতিতে একের পর এক নক্ষত্রপতন ৬৬ বছর বয়সে চলে গেলেন প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি।শনিবার দুপুর বারোটা বেজে সাত মিনিট নাগাদ চলে গেলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি। গত ৯ অগাস্ট প্রবল শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর এইমস-এ ভর্তি হয়েছিলেন অরুণ জেটলি। তার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। চিকিত্সার দায়িত্বে থাকা ডাক্তারদের দল প্রাক্তন অর্থমন্ত্রীকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন।গতকাল এইমস সূত্রে জানা যায়, অরুণ জেটলির শারীরিক অবস্থার চূড়ান্ত অবনতি হওয়া শুরু হয়েছিল। জেটলি হাসপাতালে ভর্তি হওয়ার পরই তাঁকে দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র কমোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ও লোকসভার স্পিকার ওম বিড়লা, প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীসহ একাধিক শীর্ষস্থানীয় নেতা তাঁকে দেখতে গিয়েছিলেন।বিগত ১৫ দিনে অরুণ জেটলির শারীরিক অবস্থার মোটেও উন্নতি হয়নি, বরং আরও অবনতি হয়েছে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে রাজনৈতিক মহলে। অর্থ, কর্পোরেট বিষয়ক, বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি ।

Comment here