জেলাদেশরাজ্য

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন সৌমিত্র চট্টোপাধ্যায়…

হুইলচেয়ারে চেপে হাসপাতালের বাইরে বেরিয়ে এলেন সৌমিত্র বাবু। ডাক্তার এবং হাসপাতালের কর্মী দের সহযোগিতায় গাড়িতে উঠেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের মুখে দেখা গেল হাসি। শ্বাসকষ্টের ব্যায়াম কাটিয়ে ‘ফেলুদা’ এখন সম্পূর্ণ সুস্থ। হাসপাতালের তরফে জানানো হল, তাঁর শারীরিক অবস্থা পুরোপুরি স্থিতিশীল। চিকিৎসকদের আশা, দিন কয়েক বিশ্রাম নিলেই আবার পুনরায় কাজে ফিরতে পারবেন তিনি।

১৪ অগস্ট, বুধবার নিজের বাড়িতেই হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ৮৪ বছরের এই অভিনেতা। চরম শ্বাসকষ্ট জনিত সমস্যায় তাঁকে ভর্তি করা হয় রুবি জেনারেল হাসপাতালে। অবস্থার আরো অবনতি হলে সঙ্গে সঙ্গেই তাঁকে নিয়ে যাওয়া হয় আইসিইউতে। তৈরি হয় মেডিক্যাল টিম। হাসপাতাল সূত্রে জানা গেছে, সৌমিত্রবাবুর চিকিৎসার দায়িত্বে ছিলেন ডঃ সুনীপ বন্দ্যোপাধ্যায়, ডঃ অরিন্দম মুখোপাধ্যায় এবং ডঃ দিব্যদীপ মুখোপাধ্যায়।

বুধবার বেলার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানান, সৌমিত্র চট্টোপাধ্যায় এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। তাঁর শ্বাসের কষ্ট জনিত সমস্যাও অনেকটাই কমেছে। অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ করা হয়েছে। আগামী দিনেও তিনি সুস্থ ভাবে চলাফেরা এবং কাজকর্ম স্বাভাবিক ভাবেই করতে পারবেন।

Comment here