যে কোনওরকম পুনর্ব্যবহার অযোগ্য প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ হল সংসদ চত্বরে। মঙ্গলবার থেকে এই নিষেধাজ্ঞা বলবত্ হল। এদিন লোকসভার সচিবালয় এই সিদ্ধান্তের কথা জানায়।
এই নিষেধাজ্ঞার কারণে প্লাস্টিকের জলের বোতল থেকে শুরু করে, কোনওরকম প্লাস্টিকের জিনিস নিয়ে সংসদে ঢোকা যাবে না ।
সচিবালয়ের এক বিবৃতিতে এদিন বলা হয়েছে, সেখানকার সমস্ত আধিকারিক, কর্মী ও কর্মরত এজেন্সির লোকজনকে এই নির্দেশ মেনে চলতে হবে। প্লাস্টিকের পরিবর্তে পরিবেশবান্ধব জিনিসপত্র ব্যবহার করতে বলা হয়েছে।
স্বাধীনতা দিবসের ভাষণে পরিবেশ প্লাস্টিক-মুক্ত করতে দেশবাসীর কাছে আর্জি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২ অক্টোবরের সময়সীমাও বেঁধে দেন। মোদী ঘোষণা করেন, মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মদিন উদ্যাপনের আগেই দেশে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে। তারই প্রথম পদক্ষেপ হিসেবে সংসদ চত্বরে প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ হল।
Comment here