জেলাদেশরাজ্য

হুগলী জেলার ডানকুনি থানার অন্তর্গত রঘুনাথপুরে রঘুনাথপুর বাজার প্রতিরোধ বাহিনীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান…..

গত 15ই আগস্ট হুগলী জেলার ডানকুনি থানার অন্তর্গত রঘুনাথপুরে রঘুনাথপুর বাজার প্রতিরোধ বাহিনীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।এই বছর এই অনুষ্ঠান বিশিষ্ট পর্বতারোহী দীপঙ্কর ঘোষের স্মরণে আয়োজন করা হয়।
তিনদিন ব্যাপী রক্তদান উৎসব থেকে শুরু করে অঙ্কন প্রতিযোগিতা নানান অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়।

এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডানকুনি থানার আই সি, উত্তরপাড়া থানার আধিকারিক,উত্তরপাড়া থানা নৈশ প্রতিরোধ বাহিনীর কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি ঋদ্ধিকেশ চ্যাটার্জী,উত্তরপাড়া পুরসভার পুর প্রধান দিলীপ যাদব,কানাইপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আচ্ছালাল যাদব ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা।

মূলত সাড়া বছর এই প্রতিরোধ বাহিনী পুলিশ প্রশাসনের পাশাপাশি রাত্রিকালীন পাহাড়া দিয়ে এলাকা গুলিকে রক্ষা করেন।যাতে আগামীদিনে আরও যুব প্রজন্ম এই ধরণের কাজে নিযুক্ত করতে পারে সে বিষয় বিশেষ আহ্বান জানানো হয়।

Comment here