জেলাদেশরাজ্য

ডেঙ্গুর বিরুদ্ধে প্রচার নেমে শিলিগুড়িতে মন্ত্রী গৌতম দেব- এর পদ সামলাতে বললেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য…

উজ্জ্বল ভট্টাচার্য, শিলিগুড়ি, ১০ই আগস্ট ২০১৯: শনিবার একদিকে শিলিগুড়ি শহরের মূল রাস্তার ফুটপাত দখলমুক্ত করতে পথে নামেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব ।
অপরদিকে শিলিগুড়িতে পুর নিগমের ওয়ার্ডে ডেঙ্গুর বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে প্রচার সারলেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য ।
শনিবার মেয়র অশোক ভট্টাচার্য সহ অন্যান্যরা পুরনিগমের ৬ নং ওয়ার্ডে ডেঙ্গুর বিরুদ্ধে অভিযানে নামেন । ঐ ওয়ার্ডের বিভিন্ন রাস্তার পাশের ড্রেন সহ বিভিন্ন জায়গায় ব্লিচিং পাউডার সহ মশা মারার স্প্রে এবং বেশ কিছু জায়গা পরিস্কার পরিচ্ছন্নও করা হয়। স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক ছাত্রী সহ অন্যান্য অনেকেই এদিনের এই কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
এদিন সাংবাদিকদের মেয়র অশোক ভট্টাচার্য জানান, ডেঙ্গু মর বিরুদ্ধে লড়াইয়ে মানুষকে সচেতন করতেই তিনি এই প্রচারে নেমেছেন ।
তিনি এও জানান, এ বিষয়ে ওয়ার্ড ভিত্তিক উদ্যোগ নেওয়া হয়েছে , বোরোভিত্তিক মিটিংও করছি । কিছু কিছু কাউন্সিলরদের আরও তত্পর হওয়া উচিত । মেয়র ক্ষোভের সাথে বলেন, গতকাল এবং এর আগেও পুর নিগমের মিটিং করা হলেও অনেক কাউন্সিলরই আসে নি । এক বোরো চেয়ারম্যানও আসছে না । সকলের সহযোগিতা দরকার ও সকল মানুষের সচেতনতার প্রয়োজন ।
এদিন পর্যটনমন্ত্রী গৌতম দেব -র শিলিগুড়িতে পথে নেমে ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ এবং শহরের যানজট নিয়ে মন্ত্রীর আগামী অবস্থান কর্মসূচির বিষয়ে মেয়রের মতামত জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেয়র অশোক ভট্টাচার্য বলেন, পথে যে কেউ নামতে পারে । পুলিশ পদক্ষেপ প্রয়োজন । শুধু শহরের মূল রাস্তায় হকারদের বিরুদ্ধে নামলেই হবে না । গাড়ি পার্কিং সমস্যা এবং গাড়ির সংখ্যা অনেক বেড়েছে এর জন্যও যানজট হচ্ছে।পাড়ায় পাড়ায় টোটো জন্য যানজট দেখা দিয়েছে ।
মেয়র অশোক ভট্টাচার্য আরও বলেন, আমি তো সবসময়ই চাই মন্ত্রী উদ্যোগী হোক, মন্ত্রী একটা ভালো পোস্ট পাক । কিন্তু যত তিনি এরকম করছেন তত ওনার একটার পর একটা পোস্ট চলে যাচ্ছে । উনি আগে ওনার পগুদলোকে সামলাক, ভালো করে নিজের কাজটুকু করুক । ওনার পদগুলো চলে যাচ্ছে কেন ? সেটা দেখুক ।

Comment here