জেলাদেশরাজ্য

উন্নাওয়ের ধর্ষিতা কিশোরীকে ধর্ষণ ও ট্রাক চাপিয়ে খুনের চেষ্টার প্রতিবাদে কলকাতা প্রেস ক্লাবের সামনে থেকে এক মোমবাতি মিছিল হয় গান্ধী মূর্তি পর্যন্ত…

উন্নাওয়ের ধর্ষিতা কিশোরীকে ধর্ষণ ও ট্রাক চাপিয়ে খুনের চেষ্টার প্রতিবাদে কলকাতা প্রেস ক্লাবের সামনে থেকে এক মোমবাতি মিছিল হয় গান্ধী মূর্তি পর্যন্ত।
ভাষা ও চেতনা সমিতি, স্বরাজ অভিযানের ডাকে এই মিছিলে শতাধিক মানুষ যোগ দেন। গান্ধী মূর্তির সামনে বক্তব্য পেশ করেন অমিতাভ চৌধুরী, কল্যাণ সেনগুপ্ত, সঞ্জীব মুখোপাধ্যায়, অমিতাভ মিত্র, সুখনন্দন সিং আলুওয়ালিয়া, বিমল শর্মা, মৈত্রেয়ী প্রমুখ।
সঞ্চালনা করেন অধ্যাপক ইমানুল হক।
সভা থেকে রাষ্ট্রপতির উদ্দেশে একটি চিঠি পাঠানো হয়।
চিঠিতে নটি দাবি করা হয়েছে।
১। উন্নাওয়ের ধর্ষিতা কিশোরী ও তাঁর আইনজীবীর দিল্লির এইমসে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হোক।
২। উন্নাওয়ের ধর্ষিতা কিশোরীকে সুবিচার দেওয়া হোক।
৩। ফার্স্ট ট্র্যাক আদালতে বিচার করা হোক।
৪। পরিবারের আর্থিক সুবন্দোবস্ত করা হোক।
৫। উন্নাওয়ের ধর্ষিতা কিশোরীর কাকাকে মুক্তি দেওয়া হোক।
৬। উন্নাওয়ের ধর্ষিতা কিশোরীর মা ও পরিবারের পূর্ণ নিরাপত্তাসমেত যাতায়াতের দায়িত্ব সরকার নিক।
৭। উত্তরপ্রদেশের প্রশাসন পক্ষপাতদুষ্ট। তাদের সতর্ক করা হোক।
৮। উত্তরপ্রদেশে রাজনৈতিক ও সাম্প্রদায়িক খুন বন্ধ হোক। সংখ্যালঘু ও দলিত হত্যার দোষীদের কঠোর শাস্তি দেওয়া হোক।
৯। অভিযুক্ত বিধায়কের সদস্যপদ বাতিল করা হোক।

Comment here