জেলাদেশরাজ্য

হাওড়া স্টেশনের দৈত্যাকার পাখা ……

প্যাচপ্যাচে গরমে হাওড়ার মতো জনবহুল স্টেশনে দিনের ব্যস্ত সময়ে প্রায় হাঁসফাঁস অবস্থা। তা থেকে যাত্রীদের কিছুটা স্বস্তি দিতে হাওড়া স্টেশনে বসেছে দৈত্যাকার পাখা।

সম্প্রতি ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার-এর ফেসবুক পেজে জানানো হয়েছে, প্রায় একটি ছোটোখাটো মাঠের আয়তনের সমান হাওয়া দিতে পারে এই পাখাটি। যেখানে সাধারণ কোনও পাখার নীচে দাঁড়ালে মাত্র কয়েকজন যাত্রীই হাওয়া পেয়ে থাকেন, সেখানে এই সিলিং ফ্যানটি অনায়াসে ১৭ হাজার বর্গফুট এলাকা জুড়ে হাওয়া দিতে পারে। এও জানানো হয়েছে, এই পাখাটির অ্যানোডাইজ করা অ্যালুমিনিয়াম ব্লেডগুলির প্রতিটির দৈর্ঘ্য ২৪ ফুট। সাড়ে ৭৩ কেজি ওজন নিয়ে মিনিটে ৬৩ বার ঘুরতে সক্ষম তা। পাশাপাশি বিদ্যুৎ অপচয় কমাতেও সক্ষম এই পাখা। মূলত অনেকগুলি পাখার পরিবর্ত হিসেবে এটি ব্যবহার করায় বিদ্যুৎ খরচ অনেকটাই কমেছে বলে জানা গেছে। এছাড়া বিশেষ প্রযুক্তিতে তৈরি এই পাখায় শব্দও হয় অনেক কম এবং রক্ষণাবেক্ষণের খরচও নামমাত্র।

Comment here