জেলাদেশরাজ্য

সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে গর্জে উঠলো বারাসাত প্রেস ক্লাব…

সাংবাদিকরা বাংলার চারিদিকে যখন অপমান ও নিগ্রহের শিকার হচ্ছেন ঠিক তখনই সাংবাদিকদের পাশে নিয়ে প্রতিবাদ করলেন বারাসাত প্রেস ক্লাব।১১ই জুলাই ব্যারাকপুর কোট চত্বরে ভুয়ো উকিল ও কিছু গুন্ডা বাহিনীর হাতে মার খেলেন সাংবাদিক ধৃতরাষ্ট্র দত্ত।সমাজের কু-কৃতি ও জাল সাটিফিকেট দিয়ে দিনের পর দিন সাধারণ মানুষকে ঠকিয়ে চলেছেন উকিলের পোশাক পরে দুস্কৃতির একটি দল সেই খবর সমাজের কাছে পরিবেশন করার জন্যই তাকে কোট চত্বরে পেয়ে মেরে ফেলার চেষ্টা করেন। সাধারণ মানুষ ও বিশিষ্ট কিছু ব্যক্তির সহযোগিতায় প্রাণে বেঁচে যান কিন্তু তাহার চোখটা অক্ষত থাকবে কিনা তা সময়ই বলবে।এই ঘটনার প্রতিবাদে ১৭ই জুলাই বারাসাত প্রেস ক্লাবের কর্ণধাররা বারাসাত শহর জুড়ে এক প্রতিবাদের ধিক্কার মিছিল করে জন রোষের মাধ্যমে জেলাশাসকের হাতে একটি ডেপুটেশন জমা দিয়ে অপরাধীদের ২৪ ঘন্টার মধ্যে শাস্তির দাবি করেন। কিন্তু এর পরও অপরাধীদের যদি কোনো শাস্তি না হয় তবে জেলা জুড়ে বৃহত্তম আন্দোলনে যাবেন বলে দাবি করেন মুক্তিযোদ্ধার সম্পাদক ও বারাসাত প্রেস ক্লাবের সদস্য গৌতম ঘোষ মহাশয়।।

Comment here