জেলাদেশরাজ্য

ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলন ও বিক্ষোভ……….

দীর্ঘদিন ধরে কর্তব্যরত অবস্থায় থাকা হঠাত ৫০০ জন অস্থায়ী কর্মীদের আগামী ৩১ জুলাই ২০১৯ থেকে বরখাস্ত করার বিজ্ঞপ্তি দিয়ে তাদের কে কর্মহীন করে ফেললো ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ। .এই কর্মনাশা বরখাস্ত বিজ্ঞপ্তির বিরুদ্ধে আজ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মুল অফিসের সামনে আন্দোলন ও বিক্ষোভ সংগঠিত করলো কর্মহীন হয়ে পড়া অসহায় কর্মীবৃন্দদের সংগঠন “ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঠিকা শ্রমিক সংগ্রাম কমিটি।

তাদের এই ন্যায্য অধিকার ও দাবিকে সামনে রেখে তাদেরই সংগঠনের সভাপতি শুভদীপ ব্যানার্জী নেতৃত্বে বেশ কিছু দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে.আজ এই আন্দোলনের নতুন রূপ নেই প্রদেশ তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্রাট তপাদারের উপস্থিতিতে। সম্রাটের নেতৃত্বে আন্দোলনকারী শ্রমিক প্রতিনিথিদের একটি দল ব্যাঙ্ক কর্তৃপক্ষের সাথে দেখা করে ও একটি ডেপুটেশন জমা দেয়। চিঠি পাঠানো হয় লেবার কমিশন এর কাছেও।

এই প্রসঙ্গে তৃণমূল যুব নেতা বলেন, ১৫ বছর চাকরি করার পরে যে ভাবে বিজেপি নেতৃত্বে মোদী সরকার শ্রমিকদের পেটে লাঠি মারলো তা মেনে নেওয়া যায় না। তাই আমাদের সর্বোচ শক্তি নিয়ে এই সংগঠনে পাশে দাঁড়াচ্ছি। .কেন্দ্রীয় সরকার শুধু মাত্র ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্মীদের নয় সব ধরণের অস্থায়ী কর্মীদের ছাঁটাই করার যে প্রবণতা নিয়েছে তা খুবই দুর্বিসহ। এর বিরুদ্ধে আর সময় নষ্ট না করে রাস্তায় নেমে এই আন্দোলনকে আরও সুসংগঠিত করতে হবে। সংগঠনের সভাপতি জানান, তাদের সংগঠনের একজন কর্মী তরুণ পোদ্দার বেশ কিছু ধরে মানসিক যন্ত্রনার মধ্যে ছিলেন। গত পরশু দিনে কর্মরত অবস্থায় স্ট্রোকে মারা যান তিনি।

Comment here