জেলাদেশরাজ্য

ভীড়ের চাপে মেট্রোর প্ল্যাটফর্মের আটকে গেল মহিলার পা, অল্পের জন্য রক্ষা !…..

অফিসের ব্যস্ত সময়ে ঠাসাঠাসি ভীড় ঠেলে মেট্রোয় উঠতে গিয়ে বড়সড় বিপদের মুখে পড়লেন এক মহিলা যাত্রী। ট্রেনে চড়তে গিয়ে তাঁর পা আটকে যায় মেট্রো ও প্ল্যাটফর্মের মাঝে।

ঘটনাটি ঘটেছে দমদমগামী মেট্রোর রবীন্দ্র সরোবর স্টেশনে। সূত্রের খবর সকাল ১০.৫২টা নাগাদ এক মহিলা যাত্রী ভীড় ঠেলে ট্রেনে চড়তে গিয়ে প্ল্যাটফর্মের মাঝে পা গলে যায়।
সঙ্গে সঙ্গে উপস্থিত যাত্রীরা প্রচন্ড চিৎকার চেঁচামেচি জুড়ে দেন। তাঁদের চিৎকারে চালক বিপদ বুঝতে পেরে ট্রেন থামিয়ে দেন। সেই সঙ্গে থার্ড লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেন।

এরপর মহিলার পা টেনে বের করেন রেল কর্মী সহ যাত্রীরা। এই ঘটনার মহিলার পায়ে চোট লাগলেও চালকের তৎপরতায় তাঁর প্রাণ বেঁচে গিয়েছে। এই ঘটনার জেরে কিছু সময় মেট্রো চলাচল থমকে গেলেও পরে তা স্বাভাবিক হয়ে যায়।

Comment here