জেলাদেশরাজ্য

পশ্চিমবঙ্গের নাম বদলে সিলমোহর দিলো না কেন্দ্র……

প্রতিবেশী বাংলাদেশের কারনেই পশ্চিমবঙ্গের নাম বদল করে ‘বাংলা’’ নাম রাখার প্রস্তাবে গ্রহন করলো না ভারতের কেন্দ্রীয় সরকার। বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বের সময় একথা জানিয়ে দিলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রনালয়। পশ্চিমবঙ্গ রাজ্যের নাম পশ্চিমবঙ্গের বদলে’ ‘বাংলা’ করার প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রনালয় অনুমোদন করছে না বলে স্পষ্ট জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়।

গোটা ঘটনায় অসন্তোষ জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দিল্লিতে ফোন করেছেন। রাজ্য সরকারের তরফে ফের কেন্দ্রকে চিঠি দেওয়া হবে বলেও জানা গিয়েছে। উল্লেখ্য, ২০১৬ সালের অক্টোবর মাসে পশ্চিমবঙ্গ রাজ্যের নাম বদল করার প্রস্তাব গৃহীত হয় রাজ্যের বিধানসভায়। সর্বদলমত নির্বিশেষে রাজ্যের ‘পশ্চিমবঙ্গ’ নাম বদলে নতুন নাম রাখার বিষয়ে সম্মতি জানায়। বাংলা, ইংরেজি ও হিন্দি ৩টি ভাষায় ৩টি নাম বাছাই করা হয়। যারমধ্যে নাম তিনটি ছিলো, বঙ্গ, বেঙ্গল ও বঙ্গাল। কিন্তু রাজ্যের সেই প্রস্তাব ফিরিয়ে দেয় কেন্দ্র। পৃথক পৃথক নাম নয়। ৩টি ভাষাতেই এক নাম হতে হবে বলে রাজ্যকে জানায় কেন্দ্র। এরপরই রাজ্য সরকার রাজ্যের নাম ৩ ভাষাতেই ‘বাংলা’’ রাখার সিদ্ধান্ত নেয়। সর্বসম্মতির ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়ে নাম বদলের সেই প্রস্তাব কেন্দ্রীত স্বরাষ্টমন্ত্রনালয়ের কাছে পাঠায় রাজ্য। কিন্ত শেষ অবধি রাজ্যের নাম ‘বাংলা’ করার বিষয়ে সিলমোহর দিল না কেন্দ্র।

এই নিয়ে ৩ বার রাজ্যের নাম বদলের প্রস্তাব ফেরাল স্বরাষ্ট্রমন্ত্রনালয়। পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ করার প্রস্তাব খারিজ করার ক্ষেত্রে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রনালয় প্রতিবেশী বাংলাদেশের কথা উল্লেখ করেছ।

স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের, যুক্তি, রাজ্যের প্রতিবেশী দেশ বাংলাদেশ। সেখানেও নামে ‘বাংলা’ রয়েছে। ফলে তা সমস্যা তৈরি করতে পারে। যদিও কেন্দ্রের যুক্তি মানতে রাজি নয় পশ্চিমবঙ্গ সরকার। পঞ্জাবের উদাহরণ তুলে ধরে পাল্টা সওয়াল করেছে রাজ্য সরকার। রাজ্যের যুক্তি, পাকিস্তানেও ‘পঞ্জাব’ নামে একটি প্রদেশ রয়েছে। আবার এদিকে ভারতেও ‘পঞ্জাব’ নামে রাজ্য রয়েছে। তাতে যদি কোনও সমস্যা না হয়ে থাকে, তবে এক্ষেত্রে সমস্যা হওয়ার আশঙ্কা অযৌক্তিক। কারণ পড়শি দেশের সম্পূর্ণ নাম বাংলাদেশ। রাজ্যের নাম বদলের প্রস্তাব বার বার খারিজের বিষয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Comment here