জেলাদেশরাজ্য

কল্যাণের জয়ের রহস্য কি? হল ফাঁস, জেনে নিন…..

জয়ের ব্যাপারে প্রথম থেকে অনেকটাই সংশয়ে ছিলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু শেষ পর্যন্ত নিকটতম প্রতিদ্বন্দ্বি বিজেপির দেবজিৎ সরকারকে 98 হাজার 536 ভোটে হারিয়ে শ্রীরামপুর কেন্দ্র থেকে সংসদে যাওয়ার টিকিটটি পাকা করে নেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে কল্যানবাবুর এই জয়ের রহস্য কি এখন তা নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিশ্লেষণ।

জানা গেছে, এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডোমজুড় বিধানসভা, জগৎবল্লভপুর বিধানসভা সহ আরও পাঁচটি বিধানসভায় লিড পেয়েই জয়লাভ করেছেন তৃণমূলের প্রার্থী। সূত্রের খবর, ডোমজুড়ে 55 হাজার 33 ভোটে, জগৎবল্লভপুরে 11 হাজার 930 ভোটে, চন্ডিতলায় 17 হাজার, জঙ্গিপাড়ায় 12 হাজার, উত্তরপাড়ায় 3 হাজার 491 এবং চাপদানিতে 2 হাজারের মত ভোটে লিড পেয়েছেন তৃণমূল প্রার্থী।

কিন্তু বিধানসভা ভিত্তিক এলাকাগুলিতে লিড পেয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জয়লাভ করলেও শ্রীরামপুর শিল্পাঞ্চলের বেশ কিছু এলাকায় বিজেপির ভোট বৃদ্ধি হওয়া এবং সামনে পুর নির্বাচন হওয়ায় তা নিয়ে প্রবল চিন্তার ভাঁজ পড়েছে স্থানীয় তৃণমূল নেতাদের কপালে।

অনেকে বলছেন, ডোমজুড়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় লিড পাওয়াতেই তার জয় অনেকটা সহজ হয়েছে। বস্তুত, গতকাল লোকসভায় যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ডোমজুড় থেকে 39 হাজার ভোটে এগিয়ে ছিলেন, এবার প্রবল মোদী ঝড়ের মধ্যেও সেখানে বিজেপি প্রার্থীর সাথে তার জয়ের ব্যবধান বেড়েছে 16 হাজারের মতো।

Comment here