হাওড়া লোকসভা কেন্দ্রের তৃনমূলের বিদায়ী সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে পঞ্চম দফা ভোটের দিন বেধড়ক মারধোর করার অভিযোগ উঠেছে আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে। হাওড়ার মুক্তরাম স্কুলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন প্রসূন বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ, আধা সামরিক বাহিনী এসে তাঁদের বুথ থেকে বেরিয়ে যেতে বলে। তাঁরা পোলিং এজেন্ট জানানোর পরও হেনস্থা করা হয় তাঁদের। তাঁদের কার্ড ছিঁড়ে ফেলে দেয়। কলার ধরে টেনে বের করে আনে বলে অভিযোগ। এমনকি মহিলাদেরও মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূল পোলিং এজেন্টের।
এই বিষয়ে প্রসুন বলেন, যেভাবে আমার উপরে আঘাত হেনেছে, তা দুর্ভাগ্যজনক। এমপি বা প্রার্থীকে যেভাবে মেরেছে, কল্পনা করতে পারবেন না। কী মার মেরেছে লাঠি দিয়ে। অবাক হয়ে গেছি। কী মার বাপরে বাপ।

Comment here