জেলাদেশরাজ্য

গভীর রাতে পথ দুর্ঘটনায় মৃত ১ আহত ৮

উজ্জ্বল ভট্টাচার্য্য, শিলিগুড়ি, ইং ২রা (দোসরা) মে ২০১৯ : গভীর রাতে শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরার কাছে ফ্লাইওভারে জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত ১ (এক জন) আহত ৮ ( আট জন) । আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ।
এই পথ দুর্ঘটনাটি ঘটেছে অ্যাম্বুলেন্স এর সাথে একটি ন্যানো গাড়ির মুখোমুখি সংঘর্ষে । এই পথ দুর্ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় মানুষ উদ্ধারকাজে প্রথমে এগিয়ে আসে । তার পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাগডোগরা থানার পুলিশ। এদিন এই পথ দুর্ঘটনার ফলে বাগডোগরায় জাতীয় সড়কে দীর্ঘখন যানজট দেখা দেয় ।

Comment here