জেলাদেশরাজ্য

শ্রীরামপুরে মেনটেনেন্স কারের সঙ্গে লোকাল ট্রেনের ধাক্কা।

গৌতম ঘোষ :- শনিবার বিকেলে মারাত্মক ট্রেন দুর্ঘটনার সাক্ষী থাকল শ্রীরামপুর। এদিন আপ শেওড়াফুলি লোকাল শ্রীরামপুর স্টেশনে ঢোকার ঠিক আগেই একটি মেনটেনেন্স কারের সঙ্গে মুখোমুখি ধাক্কা খায়।

ওই সময় মেনটেনেন্স কারটি ২নং লাইনে ছিল। আর লোকাল ট্রেনটিকেও সেই লাইনেই ঢুকিয়ে দেওয়া হয়। লোকাল ট্রেনের চালক কিছু বুঝে ওঠার আগেই দুর্ঘটনাটি ঘটে যায়।

এই ঘটনায় কমপক্ষ্যে ২০ জন আহত হয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা গেছে। কিন্তু কিভাবে মেনটেনেন্স কার থাকা কালীন একই লাইনে লোকাল ঢুকিয়ে দেওয়া হল তা নিয়ে বিভ্রান্তি এখনও কাটেনি।

এর আগেও ২০১৬ সালে শ্রীরামপুর স্টেশনে একই লাইনে দুটি ট্রেন চলে এসেছিল। তবে সেবার চালকের তৎপরতায় মাত্র ১ ফুট দূরত্বে ট্রেন দুটি দাঁড়িয়ে পড়েছিল। কিন্তু আজ আর দুর্ঘটনা রোধ করা যায়নি।
কি কারনে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। সেই সঙ্গে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কারও প্রাণ হানির খবর নেই।

Comment here