জেলাদেশরাজ্য

5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হলো প্রীতিলতা শিশু শিক্ষা নিকেতনে…

প্রাক্তন রাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধা কৃষাণ এর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হলো প্রীতিলতা শিশু শিক্ষা নিকেতনে| এই দিন বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর উদ্যোগে আবৃত্তি, গান, অঙ্কন প্রতিযোগিতা ও জল সংরক্ষণ এর উপর অনুষ্ঠানের আয়োজন করা হয় | ছাত্রছাত্রীদের মধ্যে তনুশ্রী চক্রবর্তী ও রাজ মজুমদার শিক্ষক দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন| অনুষ্ঠানে ছাত্র ছাত্রীরা শিক্ষক শিক্ষিকা সহ অথিতি দের সংবর্ধনা জানাই বই, কলম ও ফুল দিয়ে | বেডসের স্বরূপনগর ব্লক কনভেনর মোশারফ মোল্লা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্যামলী ভট্টাচাৰ্য, বেডসের রাজ্য সভাপতি আমিন ইসলাম, সাংবাদিক সৈয়দ জাহাঙ্গীর হাবিব, শিক্ষিকা ইন্দ্রানী রায়, শেলী দে, অনিন্দিতা ঘোষ, অনন্যা ঘোষ, তনুশ্রী দফাদার দের সংবর্ধনা জ্ঞাপন করেন | বৃত্তি পরীক্ষায় রাজ্যে চতুর্থ শ্রেণীতে চুতুর্থ স্থান অধিকার করার জন্য কুন্তল রাজ মণ্ডলকে সংবর্ধনা জানান স্কুলের প্রধান শিক্ষিকা |

Comment here