প্রতিনিধি:-
বীরভূমে যেমন গরুপাচারের তদন্ত নিয়ে সিবিআই তত্পরতা দেখাচ্ছে, অন্যদিকে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আদালতে পেশ করা চার্জশিটে চাঞ্চল্যকর দাবি সিবিআই-এর। অন্য অ্যাকাউন্ট ব্যবহার করে অনুব্রত মণ্ডল কোটি কোটি কালো টাকা সাদা করেছেন। এব্যাপারে অনুব্রত মণ্ডল প্রাক্তন এক ব্যাঙ্ককর্মীকেো কাজে লাগিয়েছিলেন বলে অভিযোগ করেছে সিবিআই।হাজতবাসের ৫৭ তম দিনে সিবিআই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আদালতে যে চার্জশিট দিয়েছে, সেখানকার ১১ নম্বর পাতায় উল্লেখ করা হয়েছে, সোনাঝুড়ির একটি হোম স্টের কারেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে কালো টাকা সাদা করতেন অনুব্রত মণ্ডল। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বোলপুরের পাশাপাশি সল্টলেক শাখাতেও ছিল সেইসব অ্যাকাউন্ট।সিবিআই-এর তরফে চার্জশিটে বলা হয়েছে, অনুব্রত মণ্ডলর কালো টাকা সাদা করার ব্যাপারে সাহায্য করতেন সুব্রত বিশ্বাস নামে প্রাক্তন এক ব্যাঙ্ককর্মী। কীভাবে এই ব্যক্তির হাতে টাকা তুলে দেওয়া হয়েছে, সেই কথাও উল্লেখ করেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলেছে, সুব্রত বিশ্বাসকে তখনও বাড়িতে ডেকে কিংবা তিনি কিংবা তাঁর গাড়ির চালককে দিয়ে টাকা পৌঁছে গেওয়া হয়েছে। সিবিআই আরও দাবি করেছে, ২০১৮-র শেষ দিক থেকে ২০২২ পর্যন্ত কয়েক দফায় সুব্রত বিশ্বাসের গাতে প্রায় ছ-কোটি টাকা তুলে গিয়েছিলেন অনুব্রত মণ্ডল। টাকা পাওয়ার পরে সুব্রত মণ্ডল সেই টাকা অনুব্রত মণ্ডলের পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার কাজ করতেন। এই টাকা থেকেই অনুব্রত কন্যা সুকন্যার নামে ৩ কোটি টাকার ফিক্সড ডিপোজিট করা হয়।বোলপুরের রতনকুঠিতে রয়েছে সিবিআই-এর অস্থায়ী শিবির। সেখানে এদিন তলব করা হয়েছিল স্থানীয় প্রমোটর রানা সরকারকে। সিবিআই-এর দাবি তাদের চার্জশিটে অনুব্রত ঘনিষ্ঠ কাউন্সিলর বিশ্বজিত্ বন্দ্যোপাধ্যায়ের কথা উল্লেখ করা হয়েছে, তাঁর সঙ্গে সম্পর্ক রয়েছে এই ব্যক্তির। এই ব্যক্তির মাধ্যমে সুকন্যার সংস্থা বোলপুর বাইপাস এলাকায় বেশ কয়েকটি জমি কিনেছিল বলেও দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। সেব্যাপারেই এদিন রানা সরকারকে জিজ্ঞাসাবাদ করা হয়। অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের সময়কালেই বোলপুরের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। সেই সময় থেকেই ঘনিষ্ঠরা রয়েছেন সিবিআই রেডারে।অন্যদিকে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল এবং বিদ্যুত্ গায়েনকে নোটিশ গিয়ে আগামী সোমবারের মধ্যে তাদের সংস্থা সম্পর্কে নথি তলব করেছে সিবিআই। বোলপুরে সিবিআই-এর অস্থায়ী আস্তানা থেকে নজরদারি ও অভিযান চালানোর কাজ করছেন সিবিআই আধিকারিকরা।