প্রতিনিধি,মুক্তিযোদ্ধাঃ মধ্যপ্রদেশে স্বনির্ভর গোষ্ঠীর অনু্ষ্ঠানে দেশের নারী শক্তির ভূয়শী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । নতুন ভারতে নারী শক্তির পতাকা উড়ছে বলে মধ্যপ্রদেশে ( শেওপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর একটি অনুষ্ঠান মঞ্চ থেকে জানান তিনি। এর আগে প্রায় ৭০ বছর খরা কাটিয়ে কুনো পালপুর অভয়ারণ্যে ৮টি চিতা ছাড়েন প্রধানমন্ত্রী। নিজের ৭২ তম জন্মদিনে শেওপুরে ভাষণ দিতে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতি বছর এই দিনে তিনি তাঁর মায়ের কাছে যান আশীর্বাদ নিতে। কিন্তু এ বছরে মায়ের কাছে যেতে পারেননি তিনি। পরিবর্তে, লক্ষ লক্ষ আদিবাসী এলাকা এবং গ্রামে কঠোর পরিশ্রম করা মায়েরা তাঁকে জন্মদিনের আশীর্বাদ করেছেন বলে জানান। তিনি আরও বলেন যে, দেশের নারীরী অর্থাৎ মা এবং বোনেরা তাঁর শক্তি এবং অনুপ্রেরণা।মহিলা স্বনির্ভর অনুষ্ঠান মঞ্চ থেকে নাম না কংগ্রেসের সমালোচনা করতে ছাড়েন নি প্রধানমন্ত্রী। গত শতাব্দীর ভারত এবং এই শতাব্দীর ভারতের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে বলে জানান। নতুন ভারতে নারী শক্তি প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করেন। পঞ্চায়েত থেকে শুরু করে দেশের রাষ্ট্রপতি পদে নারী শক্তির পতাকা উড়ছে বলে মনে করিয়ে দেন। প্রধানমন্ত্রী আরও বলেন যে গত ৮ বছরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উন্নয়নে তার সরকার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বর্তমানে দেশে ৮ কোটিরও বেশি মহিলা এই স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে জানান। দেশের প্রতিটি গ্রামীণ পরিবার থেকে অন্তত একজন করে মহিলাকে এই স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত করা, তাঁর সরকারের প্রধান লক্ষ্য বলে জানান মোদী।স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করতে তাঁর সরকার অবিরাম কাজ করে চলছে বলে জানান প্রধানমন্ত্রী। ‘এক জেলা, এক পণ্য’-র মাধ্যমে প্রতিটি জেলা থেকে স্থানীয় পণ্যগুলি বড় বাজারে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন। অনুষ্ঠান মঞ্চ থেকে ‘প্রধানমন্ত্রী কৌশল বিকাশ’ যোজনায় অধীনে চারটি বিশেষভাবে দুর্বল আদিবাসী গোষ্ঠীর দক্ষতা কেন্দ্রের উদ্বোধন করেন নরেন্দ্র মোদী । দীনদয়াল অন্ত্যোদয় যোজনা-জাতীয় গ্রামীণ জীবিকা মিশনে গ্রামীণ পরিবারগুলিকে স্বনির্ভর গোষ্ঠীতে একত্রিত করাই প্রধান লক্ষ্য বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর।এই প্রকল্পের মাধ্যমে পরিবারগুলির আয় এবং জীবনযাত্রার মান উন্নত করতে দীর্ঘমেয়াদী সহায়তা প্রদান করা হয়ে থাকে। এর আগে নামিবিয়া থেকে আনা ৮টি চিতাকে মধ্যপ্রদেশেক কুনো জাতীয় উদ্যানে ছাড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তিনিই গাড়ি দরজা খুলে মুক্ত অরণ্যে ছেড়ে দেন ৫ স্ত্রী ও তিনটি পুরুষ চিতাকে।