প্রতিনিধি-
ইন্ডিয়া গেটের পঞ্চম জর্জের ক্যানোপিতে বসা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিও এবার উঠছে কিনা ‘নিলামে’! এইটুকু শুনেই যাঁরা রে রে করে আস্তিন গোটাতে শুরু করেছেন, তাঁদের জ্ঞাতার্থে বলে রাখা জরুরি, নেতাজির মূর্তি নিলামে উঠছে ঠিকই, তবে তা ২৮ ফুট উঁচু গ্রানাইটের মূর্তিটি নয়, তারই একটি ছোট প্রতিরূপ বা ‘রেপ্লিকা’। এবার প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে তাঁরই প্রাপ্ত উপহার সামগ্রীর নিলামে অন্যতম সেরা আকর্ষণ হয়ে উঠতে চলেছে দিন কয়েক আগেই রাজধানী দিল্লির ইন্ডিয়া গেটে বসানো নেতাজি মূর্তির প্রতিরূপ৷
প্রসঙ্গত, রাজধানী দিল্লির প্রাণকেন্দ্র ইন্ডিয়া গেটে ঝকঝকে গ্র্যানাইটের উপরে খোদাই করে তৈরি করা ২৮ ফুট উচ্চতার নেতাজি মূর্তি ইতিমধ্যেই গোটা দেশের নজর কেড়েছে৷ এই মূর্তিরই একটি রেপ্লিকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে উপহার হিসেবে তুলে দিয়েছেন ইন্ডিয়া গেটে স্থাপিত মূল নেতাজি মূর্তির নির্মাতা বিখ্যাত ভাস্কর অরুণ যোগীরাজ৷ আসন্ন ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁরই প্রাপ্ত উপহার সামগ্রীর নিলামে অন্যতম সেরা আকর্ষণ এই নেতাজি মূর্তিই৷ মনে করা হচ্ছে নেতাজির এই রেপ্লিকা কিনতে প্রবল হুড়োহুড়ি পড়তে চলেছে ইচ্ছুক ক্রেতাদের মধ্যে।
উল্লেখ্য, বিগত দিনে দেশে-বিদেশে সফরকালে কোনও না কোনও সময়ে যে সব সামগ্রী উপহার পেয়েছিলেন প্রধানমন্ত্রী, সেই সব সামগ্রীই তিনি তুলে দেন সরকারি নিলামে, যেখান থেকে প্রাপ্ত অর্থ খরচ করা হয়ে থাকে ‘নমামি গঙ্গে’ প্রকল্পের জন্য৷ গতবার এই নিলামের সেরা আকর্ষণ ছিল অলিম্পিকে সোনাজয়ী অ্যাথলিট নীরজ চোপড়ার জ্যাভলিন বা বর্শা যা নিলাম হয় দেড় কোটি টাকায়৷ নয়াদিল্লিতে সরকারি সূত্রের দাবি, মোট ১২০০ সামগ্রী নিলাম করা হবে এবার৷ তালিকায় আছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের দেওয়া রানি কমলাপতির মূর্তি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপহার বজরংবলীর মূর্তি।
এছাড়াই দেশের বিভিন্ন স্থানে কীভাবে প্রভাব ফেলেছিল মারণ রোগ করোনা এবং ভারত সরকার কিভাবে তার মোকাবিলা করেছে, পটচিত্রে তার বিবরণ ফুটিয়ে তুলেছিলেন মধুবনী শিল্পকলায় পারদর্শী শিল্পীরা৷ এই করোনা পেইন্টিংও এবার নিলামে উঠবে৷ সরকারি সূত্রের দাবি, গত বছরের নিলামে সব থেকে বেশি সংখ্যক সামগ্রী কিনেছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই৷ ১৭ সেপ্টেম্বর শুরু হবে এই নিলাম, চলবে ২ অক্টোবর পর্যন্ত৷ আগ্রহী দেশবাসীরা ‘পিএমমেমেন্টোস.জিওভি.ইন’ ওয়েব সাইটের মাধ্যমে এই নিলামে অংশগ্রহণ করতে পারবেন এবং ইচ্ছা হলে নিলামে অংশ নিয়ে উপহারাদি কেনাকাটাও করতে পারেন। দেখার বিষয় ছোট্ট এই নেতাজির ‘রেপ্লিকা’ শেষপর্যন্ত কার ঘরে শোভাবর্ধক হয়।