ভবিষ্যৎ বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। সেই কারণে তাদের কথা বার্তা গালাগালির পর্যায়ে চলে গিয়েছে এদিন এমনটাই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। নিউটাউনের ইকো পার্কে প্রাতর্ভ্রমণে গিয়ে তিনি মমতা-অভিষেককে নিয়ে তীব্র কটাক্ষও করেন।এদিন সকালে দিলীপ ঘোষকে হালিশহরের তৃণমূল চেয়ারম্যানের গ্রেফতার প্রসঙ্গে প্রশ্ন করা হলে, তিনি বলেন, সবে শুরু হয়েছে। আরও অনেকে গ্রেফতার হবে। এতগুলো তদন্ত শুরু হয়েছে চিটফান্ড থেকে শুরু করে নারদা, সারদা, এসএসসি এবং যত ধরনের এখানে নিয়োগ দুর্নীতি, সরকারি সমস্ত দপ্তরের পঞ্চায়েত থেকে ১০০ দিনের কাজ সব কিছুতে দুর্নীতি। তিনি বলেছেন, যদি সত্যি সত্যি তদন্ত হয় অর্ধেকপার্টির নেতা, মন্ত্রী সবাই জেলে ঢুকে যাবে। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বলেছেন, বাংলার মানুষের ইচ্ছে তদন্ত তাড়াতাড়ি শেষ হোক। সেই দিকেই বিষয়টি এগোচ্ছে বলে জানিয়েছেন তিনি।শুক্রবার ইডির দফতর থেকে জিজ্ঞসাবাদের পরে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করার পাশাপাশি শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন। এব্যাপারে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, যত পরিবারের দিকে হাত এগোচ্ছে, তখনই ‘পিসি ভাইপোর বোল বিগার গিয়া’-র মতো হচ্ছে, কথাবার্তা ঠিক নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতাদের নাম নিয়ে বলেছেন, উনি কিভাবে বলেছেন, তাতে বোঝাই যাচ্ছে ভয় আস্তে আস্তে বাড়ছে। এতদিন যে কনফিডেন্স নিয়ে বলছিলেন এখন তা গালাগালির পর্যায়ে চলে গেছে। কেননা তারা ভবিতব্য বুঝতে পারছেন। আগামীদিনে হয়ত কেষ্টর মত মাটিতে শুতে হবে, বলেছেন দিলীপ ঘোষ।মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সম্পত্তি নিয়ে অভিযোগ উঠেছে, মামলা আদালত পর্যন্ত গড়িয়েছে। নিজেদের বাড়ি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, যদি প্রমাণ হয়, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিন। এব্যাপারে দিলীপ ঘোষ বলেছেন, উনারা ভেবেছিলেন কোনও দিন প্রমাণ হবে না, এরকম ভাবেই চলবে। এখন কেস হচ্ছে, লোকজন অভিযোগ করার সাহস করেছে। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেনি, তাঁকে (মমতা) গ্রেফতার করলে কর্মী-সমর্থকরা নামবেন কিনা জিজ্ঞাসা করছেন। দিলীপ ঘোষ বলেছেন, তাঁদের নামেও তো অভিযোগ করা হয়েছে। আদালত তদন্ত করুক। সব হিসেব আদালতে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। উনারা উনাদের সমস্ত সম্পত্তির হিসাব দিন, ঝামেলা মিটে যাবে, লোকের মনে কোন সন্দেহ থাকবে না।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগাম পুজোর ঘোষণা করে দিয়েছেন। এব্যাপারে দিলীপ ঘোষ বলেন, এতদন মহালয়ার সময় পুজোর উদ্বোধন করে পুজো এগিয়ে নিয়ে আসতেন। আর এখন এইসব চাপা দিতে পুজো একমাস এগিয়ে নিয়ে আসছেন। তিনি বলেছেন, পুজো পুজোর মতোই হবে। তবে জৌলুস কম হবে। কেননা যাঁরা পুজোয় স্পনসর করতেন, তাঁরা ভিতরে যাচ্ছেন কিংবা যাবেন। অনেকে বাড়ি ছেড়ে পালাবেন, সুযোগই পাবেন না। তবে সাধারণ মানুষ যেন পুজো ঠিকভাবে কাটাতে পারে, তার জন্য তাঁরা অপেক্ষা করবেন।শুক্রবার সল্টলেক ইডি দপ্তর থেকে বেরিয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, দুর্নীতির সঙ্গে সামান্য যোগসূত্র প্রমাণিত হলে ফাঁসির দড়ি গলায় পরতে প্রস্তুত। এব্যাপারে দিলীপ ঘোষ বলেন, এসব কথা কোর্টে বলতে হবে মিডিয়ার সামনে বলে কোন লাভ নেই। কোর্টে বিচার হচ্ছে, তদন্ত হচ্ছে কোর্টই ফয়সালা করবে। সাধারণ মানুষ সন্দেহ হওয়ায় কোর্টে গিয়েছেন। কোর্টের ওপর ভরসা আছে পুরোপুরি। এদিন ফের তিনি বলেন, সিবিআই, ইডির ওপর ভরসা আছে। তারা যেভাবে কাজ শুরু করেছেন এর আগে হয়নি তা হয়নি। ফলে সবাই আশা করছেন সেই কাজ সম্পূর্ণ হবে।