১৬ই আগস্ট ভারতীয় জনতা পাটির বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি ও পশ্চিম মন্ডলের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বারাসাত শহরের হেলাবটতলা সংলগ্ন মিলনী মাঠে।
প্রাক্তন প্রধান মন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চতুর্থ তম মৃত্যু বার্ষিক স্মরণে এই শিবিরের আয়োজন। রাজ্যে সভাপতি ডা সুকান্ত মজুমদার
মধ্যমগ্রাম থেকে প্রায় আনুমানিক ৭০টি বাইক rally র মধ্যে দিয়ে সুকান্ত মজুমদারকে নিয়ে আসা হয় রক্তদান শিবিরের মঞ্চে। রাজ্যের সমস্ত নেতা-নেত্রীরা একে একে আসেন ওই অনুষ্ঠানে, উপস্তিত ছিলেন লকেট চ্যাটার্জী,বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার,কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়,জেলার বিশিষ্ট পধাদিকারীরা, এছাড়াও আরো বিশিষ্ট ব্যক্তি বর্গরা।
প্রায় আনুমানিক ১০০ জনের মতন রক্ত দাতারা রক্ত দিয়েছেন বলে জানা যায়।