উজ্জ্বল ভট্টাচার্য্য :-
বুধবার শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে,পুর নিগমের অন্তর্গত ৩৩ নং ওয়ার্ডের লেকটাউনে ‘পৌর সুস্বাস্থ্য কেন্দ্র’ -র ও পুর নিগমের অন্তর্গত ৪৬ নং ওয়ার্ডের সত্যজিৎ কলোনি কমিউনিটি হলে এবং পুর নিগমের অন্তর্গত ১ নং ওয়ার্ডে পৌর সুস্বাস্থ্য কেন্দ্র’-র শুভ উদ্ভোধন হলো। বুধবার এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলোর দ্বারোদ্ ঘাটন করেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব। এদিনের দ্বারোদ্ ঘাটন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ স্থানীয় কাউন্সিলর এবং অন্যান্যরা।
এদিন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব সাংবাদিকদের জানান, সরকার মোট ৯টি সুস্বাস্থ্যে কেন্দ্র – এর অনুমোদন দিয়েছে তার মধ্যে এর আগে ২টি সুস্বাস্থ্যে কেন্দ্র করা হয়েছে। আজ ৩ টি সুস্বাস্থ্যে কেন্দ্রের উদ্বোধন করা হচ্ছে বা হবে। আগামীতে কিছুদিনের মধ্যেই আরও ৪ টি সুস্বাস্থ্যে কেন্দ্র করা হবে। এই কেন্দ্রগুলিততে মানুষ প্রাথমিক সহায়তা পাবে বলে জানান।।