উজ্জ্বল ভট্টাচার্য্য, ইং ১০ই আগস্ট, ২০২২ : বুধবার উত্তরকন্যা শাখা সচিবালয়ে নিজের দপ্তরে আসেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী উদয়ন গুহ। এদিন সেখানে তার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকার করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানে শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব।
জানা গেছে উত্তরকন্যায় মন্ত্রী উদয়ন গুহ তার দপ্তরের আধিকারিক এবং কর্মীদের সাথে পরিচিতি পর্ব শেষে, দপ্তরের প্রাথমিক কাজ এবং প্রয়োজনীয় আলোচনা সারেন। বুধবার উত্তরকন্যায় উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন।
এদিন মন্ত্রী উদয়ন গুহ সাংবাদিকদের বলেন, তিনি খুব শীঘ্রই জেলা সফরে যাবেন। এবিষয়ে তাট চিফ সেক্রেটারির সাথেও কথা বলেছেন। তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ কাজগুলো কত তারাতারি শেষ করা যায় সেসব নিয়ে ইতিমধ্যেই চিন্তা ভাবনা শুরু করেছি। আমরা কয়েকটি শেষ পর্যায়ের কাজ আগামী সাতদিনের মধ্যে সেগুলো হ্যান্ডওভার করে দেব এবং তার উদ্বোধনও করা হবে। যার মধ্যে কোচবিহারের রবীন্দ্র ভবন আগামী চার-পাঁচ দিনের মধ্যে উদ্বোধন করা হবে। আমরা যে কাজগুলো শেষ পর্যায়ে এসে আটকে আছে সেগুলো দ্রততার সাথে শেষ করা হবে।