প্রতিনিধি, মুক্তিযোদ্ধাঃ টালিগঞ্জের পর এবার বেলঘরিয়ার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে আরও ২৭ কোটি ৯০ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। সেই সঙ্গে উদ্ধার হয়েছে সোনার বাঁট। ৪ কোটি ৩১ লক্ষ টাকার সোনার গয়না উদ্ধার হয়েছে। তারপরে আর তাঁকে দলে রাখার কতা ঝুঁকি নেবে টিএমসি। এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। কারণ মন্ত্রিসভার বৈঠকের আগেই দলের অন্দরে পার্থ চট্টোপাধ্যায়কে বহিষ্কারের দাবি উঠেছে। কুণাল ঘোষ, দেবাংশু, বিশ্বজিৎ দেবরা প্রকাশ্যেই পার্থ চট্টোপাধ্যায়কে অপসারণের দাবি তুলেছেন।একের পর এক বাড়ি থেকে টাকা, সোনা উদ্ধার করে চলেছে ইডি। পার্থ চট্টোপাধ্যায়কে িনয়ে অস্বস্তি বাড়ছে শাসক মহলে তা স্পষ্ট হতে শুরু করেছে। ইতিমধ্যেই দলের অন্দরে পার্থ চট্টোপাধ্যায়কে বহিষ্কারের দাবি উঠেছে। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ প্রকাশ্যে টুইট করে পার্থ চট্টোপাধ্যায়ের অপসারণ দাবি করেছেন। তিনি টুইটে লিখেছেন পার্থ চট্টোপাধ্যায় এখনও নিজেকে একবারও িনর্দোষ বলে দাবি করেননি। অথচ তাঁর কারণে দলের অসংখ্য কর্মীর মাথা হেঁট হয়ে যাচ্ছে। যাঁরা সততার সঙ্গে কাজ করেন তাঁদের মাথা নীচু হয়ে যাচ্ছে। আবিলম্বে পার্থ চট্টপাধ্যায়কে দলের সব পদ এবং মন্ত্রিত্ব থেকে বহিষ্কার করা উচিত।কুণাল ঘোষের দাবিকে সমর্থন জানিয়েছেন টিএমসির মুখপাত্র বিশ্বজিৎ দেব এবং টিএমসি যুব েনতা দেবাংশু। বিশ্বজিৎ দেব কুণাল ঘোষের দাবিকে সমর্থন জানিয়ে বলেছেন, যঁার জন্য দলের ভবমূর্তি নষ্ট হচ্ছে। দলের অসংখ্য কর্মী অপমানিত হচ্ছেন তঁাকে আর দলে রাখা ঠিক হবে না। দলের উচিত পার্থ চট্টোপাধ্যায়কে বহিষ্কার করা। একই সঙ্গে টিএমসি যুব েনতা দেবাংশুও কুণাল ঘোষের দাবিকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, ফোঁড়ায় পুঁজ জমে গেলে ফাটিয়ে ফেলা উচিত। তাহলে শরীরে আরাম মেলে। পরোক্ষে পার্থ চট্টোপাধ্যেয়কে ছেঁটে ফেলার দাবি জানিয়েছেন তিনি।আজই নবান্নে বসছে রাজ্যমন্ত্রিসভার বৈঠক। সেই বৈঠকে পার্থ চট্টোপাধ্যায়কে িনয়ে বড় সিদ্ধান্ত নিতে পরে দল এমনই মনে করা হচ্ছে। যদিও এই িনয়ে এখনই কোনও ইঙ্গিত শীর্ষ নেতারা দেননি। গতকাল পর্যন্ত সুপ্রিমো যে বার্তা দিয়েছেন তাতে এখনই পার্থর বিরুদ্ধে কোনও পদক্ষেপ তিিন করতে চান না বলেই ইঙ্গিত গিয়েছেন। তারপরেই আবার মন্ত্রিসভার বৈঠকের দিেনই দলের অন্দরে পার্থ চট্টোপাধ্যায়কে সরােনার দাবি তোলা হয়েছে।
পার্থর মন্ত্রীপদ থাকবে বলে জানাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।এদিকে আজই দলের বৈঠক ডেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকেই পার্থ চট্টোপাধ্যায়কে িনয়ে দলগত কী পদক্ষেপ করা হবে তা িনয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিকেলে ৫টায় টিএমসি ভবনে বৈঠক ডেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাতে ডাকা হয়েছে কুণাল ঘোষকে। মনে করা হচ্ছে এখানেই চরম সিদ্ধান্ত নেওয়া হবে।