২৪ঘণ্টা যেতে না যেতেই পালটে গেল মত! শুক্রবার পুরনো স্মৃতি খুঁড়ে পার্থ চট্টোপাধ্যায়কে নিশানা করে রীতিমতো তুলোধনা করেছিলেন দলেরই সতীর্থ কুণাল ঘোষ ৷ কারা কর্তৃপক্ষ যেন পার্থ চট্টোপাধ্যায়কে জেলে কোনও রকম বাড়তি সুবিধে না দেন, এই দাবি জানিয়েছিলেন তৃণমূল নেতা ৷ শনিবার সেই কুণাল ঘোষই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে সাংবাদিকদের কাছে কোনও কথা বলতে রাজি হলেন না ৷ অবস্থান বদলের পিছনে কি দলের শীর্ষনেতৃত্বের চাপ ? রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নটা ।শুক্রবার, পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে 14 দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেয় ব্যাঙ্কশাল আদালত ৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Arpita Mukherjee) তাঁদের বিচারবিভাগীয় হেফাজতে (ED appeals Judicial custody) রেখে জেরা করার আবেদন জানিয়েছিল । এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী জামিনের আবেদন করলেও তা খারিজ করে দেয় আদালত ৷সেদিনই সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ বলেন, “সর্বভারতীয় তৃণমূলের কংগ্রেসের মুখপাত্রের বাইরে গিয়ে একজন চক্রান্তবিদ্ধ ভুক্তভুগী হিসেবে আমি আশা করব যদি পার্থ চট্টোপাধ্যায়ের জেল কাস্টডি হয়, কারা কর্তৃপক্ষ তাঁকে কোনও রকম বাড়তি সুবিধে দেবেন না ৷” এরপর তিনি তাঁর জেলে থাকার সময়ের কথা মনে করিয়ে দিয়ে বলেন, “আমার ক্ষেত্রে ঠিক যে যে নিয়ম-আইন তাঁরা মেনেছেন, পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও সেই সেই আইন কর্তৃপক্ষ যেন মেনে চলেন ৷ এটা আশা করব ৷ প্রথমেই রাজকীয় ভাবে জেলের হাসপাতাল নয়, তাঁকে যেন সেলে গিয়ে ঢোকানো হয় ৷”পার্থ চট্টোপাধ্যায়কে আক্রমণ করার সঙ্গে সঙ্গে তিনি উল্লেখ করেন “এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও সম্পর্ক নেই ৷” অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তাঁর অভিযোগ, “আমার জেলজীবনে আমি চক্রান্তের কথা বলেছিলাম ৷ তখন এই পার্থ চট্টোপাধ্যায় বা কেউ কেউ বলেছিলেন, আমি নাকি পাগল ৷ আমার নাকি মাথায় গণ্ডগোল হয়েছে ৷” তিনি আরও বলেন, “আজ পার্থ চট্টোপাধ্যায়ের জেল হেফাজত হলে তিনি ঢুকে দেখুন কেমন লাগে ?”কুণাল ঘোষ জেলে থাকার সময় দাবি করেছিলেন যে, তিনি কোনও অপরাধ করেননি ৷ তখন এই পার্থ চট্টোপাধ্যায়ই তাঁকে ‘দল বিরোধী’ বলে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন ৷ তাই কুণাল ঘোষের আশা, “একজন নাগরিক হিসেবে বন্দি জীবনের প্রতিটি নিয়ম আমার জন্য প্রযোজ্য ছিল ৷ পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও সাধারণ নাগরিকের মতোই তার জন্য সেই নিয়মগুলি কার্যকর হবে ৷”এদিন সাংবাদিকদের পক্ষ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে ঘিরে বিভিন্ন প্রশ্ন করা হলেও কোনও মন্তব্য করতে চাননি কুণাল ঘোষ । বরং তিনি বলেন, “আজ আমি পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে একটি শব্দও বলব না ।” তার এই বক্তব্যকে আরও স্পষ্ট করে তিনি বলেন, “দলের মুখপাত্র হিসেবে নয়, দলের সদস্য হিসেবে নয়, একদম ব্যক্তিগত ভাবে আমি মন্তব্য করেছিলাম ৷ কিন্তু আজ আমি পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে একটি শব্দও বলব না ৷”